Sunday, August 24, 2025

বিজেপির ভুয়ো পরিষদীয় সচিবকে নিয়ে নয়া বিতর্কে শুভেন্দু অধিকারী

Date:

Share post:

সারদা-নারদা-ত্রিপল চুরি বিতর্কের পর আর এক বিতর্কে শুভেন্দু অধিকারী। দেবাঞ্জনকাণ্ডে সরকারকে বিপদে ফেলতে গিয়ে এবার বিরোধী দলনেতাই বিপাকে। অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তির সঙ্গে জড়িয়েছে শুভেন্দু অধিকারীর নাম। অর্ণবকান্তি নিজেকে শুভেন্দু অধিকারীর সচিব বলে পরিচয় দিচ্ছেন, সঙ্গে বলছেন বিজেপির পরিষদীয় সচিব। এ নিয়ে অনুসন্ধান শুরু হতেই সোশ্যাল মিডিয়া থেকে অর্ণব মুছে দেন নামের পাশের অলঙ্কারগুলি।

কে এই অর্ণবকান্তি দাস? বিজেপি মহলে খবর অর্ণব মুকুল রায় ঘনিষ্ঠ। রাজ্য দফতরে অবাধ যাতায়াত ছিল। বিধানসভা ভোটে দলের কাজকর্মও দেখাশোনা করেন। অভিযোগ, ‘চৌকিদার অর্ণবকান্তি দাস’ ফেসবুকে বিজেপি পরিষদীয় দলের সচিব আবার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটে বিরোধী দলনেতার সচিব। তবে অনুসন্ধান শুরু হতেই সেসব গায়েব। স্ক্রিন শট দিয়ে বিরোধী দলনেতার কাছে সত্যতা যাচাই করতে চাইলেও পালটা কোনও উত্তর মেলেনি। অন্যদিকে অর্ণবকান্তি সব অলঙ্কার মুছে এখন শুধু বিজেপি আর চৌকিদার অর্ণবকান্তি দাস। বিজেপির বক্তব্য, অর্ণবকান্তিকে কোনওদিন কোনও কাজ বা সংগঠনের কোনও দায়িত্ব দেওয়া হয়নি। দলের মুখ্য সচেতক মনোজ টিগগাও জানাচ্ছেন, তিনি কিছু জানেন না। খবর নেবেন। কথা বলবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর অর্ণবকান্তি বলছেন, তিনি নাকি কোনও ভুল ধারণা থেকে এমনটা করেছেন! কোনও অসৎ উদ্দেশ্য ছিল না! শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, শুভেন্দুর নাম জড়িয়ে এই রটনা ঠিক নয়।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...