Tuesday, May 6, 2025

বার কাউন্সিলকে তৃণমূলের অফিস বানানো হয়েছে, পাল্টা অভিযোগ চার সদস্যের

Date:

“রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব কাউন্সিলকে তৃণমূলের কার্যালয় বানিয়ে ফেলেছেন।”

দেশের প্রধান বিচারপতিকে পাল্টা চিঠিতে কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে সোমবার এই অভিযোগ জানালেন কাউন্সিলের চার সদস্য৷ আইনজীবী মহলের মন্তব্য, এই চার সদস্যই তৃণমূল বিরোধী মনোভাবাপন্ন৷ পরিকল্পিতভাবেই এই চিঠি লেখা হয়েছে৷

রবিবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব দেশের প্রধান বিচারপতিকে এক চিঠির মাধ্যমে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ দাবি করেন৷ ৬ পাতার চিঠিতে অশোক দেবের অভিযোগ করেন, নারদ-মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয়। নন্দীগ্রাম-পুণর্গণনা মামলার শুনানি বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর আর্জিও খারিজ করেন রাজেশ বিন্দল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা নিরপেক্ষ নয়, তাই এখনই বিন্দলকে সরানো হোক বিচারব্যবস্থার মর্যাদা রক্ষার স্বার্থে৷

আরও পড়ুন-দেবাঞ্জনকাণ্ডে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য, দায় এড়াতে পারে না পুলিশ-পুরসভা: মুখ্যমন্ত্রী

সোমবার বার কাউন্সিলের চার সদস্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাল্টা চিঠি লিখে জানিয়েছেন, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব যে চিঠি দেশের প্রধান বিচারপতিকে দিয়েছেন, তা কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত নয়৷ অপসারণ ইস্যুতে চেয়ারম্যানের সঙ্গে একমত নন তাঁরা। বার কাউন্সিলের চার সদস্য, কৈলাস তামোলি, সমীর পাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং মিহির দাস, সোমবার প্রধান বিচারপতি রামান্নাকে লিখেছেন লেখেন, “কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান যে চিঠি দিয়েছেন সেই বিষয়ে বার কাউন্সিল একমত নন৷ কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা না করে ওই চিঠি দেওয়া হয়েছে। কোনও বিচারপতির অপসারণ চেয়ে চিঠি দেওয়ার কোনও এক্তিয়ারই নেই বার কাউন্সিলের৷ চেয়ারম্যান-সহ কিছু পদাধিকারী বার কাউন্সিলকে তৃণমূলের কার্যালয় বানিয়ে ফেলেছেন।”

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version