Sunday, August 24, 2025

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী, মামলার তথ্য চেয়ে পাঠাল ইডি

Date:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন দেবাঞ্জনের খুড়তুতো দাদা, কাঞ্চন দেব (Kanchan Deb)। পুলিশের দাবি, নাকতলার বাসিন্দা ছিলেন কাঞ্চন। তিনিই দেবাঞ্জনের অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড ছিলেন। তাঁকে কলকাতা পুরসভার কন্ট্রোলিং অফিসার হিসেবে পরিচয় দেওয়া হত। কাঞ্চন অনেক আগে থেকেই জানতেন দেবাঞ্জন আদতে IAS নন। দেবাঞ্জনের প্রতারণা কাণ্ডের কাঞ্চনও যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের।
এছাড়াও ভ্যাকসিন কাণ্ডে আরও একজনকে গ্রফতার করেছে পুলিশ। ধৃত শরৎ পাত্রও দেবাঞ্জনের আরেক সহযোগী ছিলেন বলে দাবি পুলিশের। তিনি তালতলা এলাকার এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন। সেখানেই ইঞ্জেকশন দিতে শিখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পগুলিতে ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine) দিতেন।
এদিকে দেবাঞ্জন মামলায় তথ্য চেয়ে পাঠাল ইডি। ক’টি এফআইআর দায়ের হয়েছে দেবাঞ্জনের নামে, তা জানতে চাইতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বছর ডিসেম্বর মাস থেকে ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা, দেবাঞ্জন দেব (Debanjan Deb) একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন। এজেন্সিতে সমস্ত ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। কসবার অফিসেও এজেন্সির সিকিউরিটিরা যান। কিন্তু ২ মাস পরই ওই এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেন দেবাঞ্জন। যদিও একজন দেহরক্ষীকে রেখে দিয়েছিলেন বলে দাবি পুলিশের। গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ৬৫ হাজার টাকায় অফিস ভাড়া নেন তিনি।
এনিয়ে গতকালই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “সব নকল করেছে সে। সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। আমি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে কোনও অজুহাত দেখানো যাবে না। যাঁরা তাঁকে সাহায্য করেছে তাঁরাও রেহাই পাবেন না। এই বিষয়ে আমরা সব ধরনের কড়া পদক্ষেপ নিতে তৈরি। যাঁদের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সকলের নাম জোগাড় করা হয়েছে। স্বাস্থ্য দফতর তাঁদের শরীরের দিকে নজর রাখছে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version