ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: ধৃত দেবাঞ্জনের ৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে ৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।

ভুয়ো আইএএস দেবাঞ্জনকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তাঁর জালিয়াতির বহর দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদেরও। তাই তাঁকে হেফাজতে রেখেই জেরা করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণেই মঙ্গলবার দেবাঞ্জনকে আলিপুর আদালতে তোলা হলে মঙ্গলবার আলিপুর সরকারি আইনজীবী সৌরিন ঘোষ সওয়াল করেন, ধৃত দেবাঞ্জনকে পুলিশ হেফাজতে পাঠানোর। তার যুক্তি, দেবাঞ্জনের কাছ থেকেই মিলেছে বহু নথি। তাকে নিয়ে তল্লাশি চালালে আরও তথ্য মিলতে পারে। ফলে এই কান্ডের কিনারা করতে পারবে তদন্তকারী অফিসাররা।

অন্যদিকে দেবাঞ্জনের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য আদালতে জানিয়েছেন, বহুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন দেবাঞ্জন। ২০১৮ সালে উত্তর কলকাতার এক নামী মনোবিদের কাছেও গিয়েছিলেনদেবাঞ্জন। বর্তমানে দেবাঞ্জন মানসিকভাবে বিপর্যস্ত। তাই প্রথমে তার চিকিৎসা করা প্রয়োজন। এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)। ইতিমধ্যেই কলকাতা পুলিশকে ই-মেল করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন- কথা রাখলেন বীরবাহা: প্রস্তুত ক্যানসার আক্রান্ত ছাত্রের হাসপাতালে ভর্তির ব্যবস্থা

 

Previous articleফের ধাক্কা খেল শেয়ারবাজার, ১৮৫ পয়েন্ট নামল সেনসেক্স
Next articleজোগানে ঘাটতি: বুধ-বৃহস্পতিতে শুধুমাত্র দ্বিতীয় ডোজ কলকাতা পুরসভার ভ্যাকসিনেশন সেন্টারে