Monday, August 25, 2025

বন্ধ চা বাগান খুলবে, আশ্বাস বেচারাম মান্নার

Date:

Share post:

দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়ার্সের মানাবাড়ি, বাগরাকোট চাবাগানগুলি ( tea garden) খোলা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না (becharam manna)। চা-বাগান গুলি দীর্ঘদিন বন্ধ থাকার ফলে চরম অস্বস্তিতে শ্রমিকেরা। এইসব বন্ধ চাবাগান শীঘ্রই খুলে যাবে। এভাবেই কিলকট ও নাগেশ্বরী সহ অন্যান্য বন্ধ চাবাগান সব জটিলতা কাটিয়ে সচল হয়ে উঠবে। উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে একই পরিবেশ বিরাজ করবে। মঙ্গলবার এক বৃষ্টি মুখর দিনে ডুয়ার্সের মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে এসে এমন কথাই জানালেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার বেলা ১২ নাগাদ প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানাবাড়ি চাবাগানে আসেন। এদিন তার সঙ্গে ছিলেন অনগ্রসর উন্নয়ন ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, তৃনমুল কংগ্রেস শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়, জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ সহ শ্রম দপ্তরের আধিকারিকেরা। এদিন মানাবাড়ি চাবাগানে দুই মন্ত্রী ও অন্যান্যদের আদিবাসী রীতি রেওয়াজ অনুযায়ী বরন করেন চাবাগানের শ্রমিকরা। মাথায় পড়ানো হয় পাগড়ি। এরপর মন্ত্রী শ্রী মান্না চাবাগানের শ্রমিক দের সাথে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন।

পরে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেন, “এই মানাবাড়ি চাবাগানে পাঁচ বছর অচলাবস্থা চলছিল। গত ডিসেম্বর মাসে এই চাবাগান নতুন মালিকানার অধীনে খোলা হয়েছে। এখন এই চাবাগানের অবস্থা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। বাগান খোলার পর শ্রমিকরা কেমন আছে তা সরজমিনে দেখতে এসেছি। একই ভাবে আগামী ২ জুলাই থেকে বাগরাকোট চাবাগান খুলে যাবে। তারপর আইনের জটিলতা কাটিয়ে কিলকোট, নাগেশ্বরী সহ অন্যান্য চাবাগান গুলি খোলা হবে। সমস্ত চাবাগানে একই পরিবেশ বিরাজ করবে এবং শ্রমিকদের মুখে হাসি ফুটবে বলে তিনি মন্তব্য করেন।

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...