সিভিসি কোড দেখে ভ্যাকসিন নেবেন, রাজ্যবাসীকে সাবধান করলেন ফিরহাদ

ভুয়ো টিকাকরণ (to avoid fake vaccination) এড়াতে ভ্যাকসিন নেওয়ার আগে রাজ্যবাসীকে সিভিসি নম্বর (CVC code) দেখে নেওয়ার জন্য অনুরোধ করলেন ফিরহাদ হাকিম (firhad Hakim)। এই সিভিসি কোড কি? যে টিকাকরণ শিবির গুলি কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালে(co win portal) নথিভুক্ত, তাদের একটি নির্দিষ্ট নম্বর রয়েছে। এই নম্বর বা কোডই হল সিভিসি। কো-উইন পোর্টালে স্লট বুক করলে বা পুরসভার স্লট বুকিং নম্বরে এসএমএস করলে এই সিভিসি নম্বর দিয়ে দেওয়া হবে। কোনও ক্যাম্পের সিভিসি নম্বর না থাকলে সেখানে টিকা না নেওয়ার পরামর্শ দেন ফিরহাদ।

ফিরহাদ এদিন বলেন, রাজ্যে সত্যিই ভ্যাকসিনের আকাল চলছে। যখনই ভ্যাকসিন আসবে তখনই নাগরিকদের দিয়ে দেওয়া হবে । রাজ্য স্বাস্থ্য সচিবের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হচ্ছে। তবে আগামিকাল ১ লা জুলাই, ডক্টরস ডে উপলক্ষে সবকটি ভ্যাক্সিনেশন সেন্টারে টিকা প্রদান বন্ধ থাকবে। তবে শুক্রবার যদি ভ্যাকসিন চলে আসে তবেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আগামী সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।