Tuesday, November 4, 2025

অবশেষে সংসদীয় কমিটির বৈঠকে হাজিরা দিল গুগল ও ফেসবুক

Date:

Share post:

এর আগে একাধিকবার তলব করা হলেও করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে বৈঠক এড়িয়েছিল ফেসবুক। অবশেষে তথ্যপ্রযুক্তি(IT) বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে ফেসবুকের(Facebook) পাশাপাশি হাজিরা দিলেন গুগলের প্রতিনিধিরাও(Google)। সম্প্রতি হওয়া এই বৈঠকে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি ওই দুই সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতের আইন এবং নয়া তথ্য প্রযুক্তি আইন মেনে চলতে হবে। এ ছাড়া ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গুগল-ফেসবুককে কঠোরতম পদক্ষেপ করতেও বলেছে সংসদীয় কমিটি(parliamentary committee)।

আরও পড়ুন:কোভিডের উৎস কি চিন? কী বলছেন উহান পরীক্ষাগারের একমাত্র বিদেশি বিজ্ঞানী

জানা গিয়েছে, নাগরিকদের অধিকার রক্ষা, অনলাইন সংবাদ পোর্টালগুলির অপব্যবহার রোখা, ডিজিটাল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয় নিয়ে বক্তব্য জানতে চেয়ে মঙ্গলবার দুই সংস্থার প্রতিনিধিদের তলব করে সংসদীয় কমিটি। যেখানে ফেসবুক ইন্ডিয়ার তরফে হাজির ছিলেন পাবলিক পলিসি (এশিয়া প্যাসিফিক) সংক্রান্ত ডিরেক্টর শিবনাথ ঠাকুরাল এবং অ্যাসোশিয়েট জেনারেল কাউন্সেল নম্রতা সিং। পাশাপাশি, গুগল ইন্ডিয়ার তরফে কান্ট্রি হেড ও ডিরেক্টর (পাবলিক পলিসি) আমন জৈন এবং লিগাল হেড গীতাঞ্জলি দুগ্গল উপস্থিত ছিলেন। কমিটির তরফে দুই সংস্থাকে আজ জানানো হয় যে, তথ্যের সুরক্ষা সংক্রান্ত তাদের বর্তমান নীতিতে গলদ রয়েছে। আদালত এবং সরকারের নির্দেশের পাশাপাশি ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইনও মেনে চলতে বলা হয় তাদের। সূত্রের খবর, আগামী দিনে ইউটিউবের প্রতিনিধিদেরও ডেকে পাঠাবে এই কমিটি।

 

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...