আইসিসি টেস্ট র‍্যাঙ্কি এ ব‍্যাটসম‍্যানসদের মধ‍্যে শীর্ষ স্থানে উঠে এলেন কেন উইলিয়ামসন

আইসিসি টেস্ট( Icc test)  র‍্যাঙ্কি এ ব‍্যাটসম‍্যানসদের মধ‍্যে শীর্ষ স্থানে উঠে এলেন কেন উইলিয়ামসন( Kane Williamson)। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে দুরন্ত ব‍্যাটিং এর সুবাদে আবার শীর্ষে ফিরে এলেন তিনি। চতুর্থ স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। রোহিত শর্মা (rohit sharma)উঠে এলেন ষষ্ঠ স্থানে। তাঁর কেরিয়ারে এটাই সেরা স্থান।

বুধবার প্রকাশিত হওয়া আইসিসি র‍্যাঙ্কি এ ব‍্যাটসম‍্যানসদের মধ‍্যে ৯০১ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড অধিনায়ক। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ৮৯১ পয়েন্ট তার। তৃতীয় স্থানে লাবুশানে। ৮৭৮ পয়েন্ট তাঁর। ৮১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কোহলি।

বোলারদের র‍্যাঙ্কি এ শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে রয়েছেন কিউই পেসার টিম সাউদি। অশ্বিন ছাড়া প্রথম দশে কোনও ভারতীয় নেই। অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। রবীন্দ্র জাদেজা নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন:এবার সামনে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের মেগা লড়াই, দেখে নেওয়া যাক সময় সূচি

 

Previous articleকোউইনের মাধ্যমেই টিকা কিনতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে, নির্দেশিকা কেন্দ্রের
Next articleসিভিসি কোড দেখে ভ্যাকসিন নেবেন, রাজ্যবাসীকে সাবধান করলেন ফিরহাদ