Monday, August 25, 2025

সরকারি কাজে দেশের নানান জায়গায় যাতায়াতের জন্য একটি ছোট বিমান লিজ নিতে চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার(west bengal government)। এ বিষয়ে সম্প্রতি একটি ই টেন্ডার প্রকাশ করা হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। বিমান ভাড়া নেওয়াকে কটাক্ষ করে মমতাকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী(suvendu adhikary)। যেখানে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চান বলে এবার হেলিকপ্টারের বদলে সরকারি খরচে বিমানের দেশ ঘুরতে চাইছেন। শুভেন্দুর এই টুইটের পর পাল্টা তোপ দেগেছেন রাজ্যের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি বলেন, “তৃণমূলের মন্ত্রী থাকাকালীন সরকারের হেলিকপ্টারে করে ঘুরে বেড়াতেন এই তৎকাল বিজেপি নেতা। এখন রাজ্য সরকারের বিমানের বিরুদ্ধে চিৎকার করার দায়িত্ব পেয়েছেন উনি। অথচ এই বিজেপি দলবদলুদের জন্য ‘প্রাইভেট প্লেন’ ব্যবহার করত। নির্লজ্জ…”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরের যে টেন্ডার উল্লেখ করে দিন টুইটি করেন সেখানে দেখা যাচ্ছে, আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য একটি প্লেন লিজ নিতে চায় রাজ্য সরকার। ওই ই-টেন্ডারে বলা হয়েছে, একটি আট থেকে দশ আসনের মিনি এয়ারক্রাফট লিজ নিতে চায় রাজ্য। যেটি মাসে ৪৫ ঘণ্টা পর্যন্ত চলবে। শীতাতাপ নিয়ন্ত্রিত ওই প্লেনটি যেন ফ্যালকন-২০০০ মডেল বা তার সমতুল্য হয় তা-ও ওই টেন্ডার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই টেন্ডারের ছবি তুলে ধরে তৃণমূল সরকারের তোপ দেগে থেকে শুভেন্দু অধিকারী লেখেন, “সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন‍্য পুষ্পক রথ! এবার হেলিকপ্টারের বদলে ১০ আসনের বিলাসবহুল বিমান নেবে রাজ‍্য। সারাদেশে সরকারি খরচে লোকসভা ভোটের প্রচারটাই কি আসল উদ্দেশ‍্য?”

শুভেন্দু এহন মন্তব্যের পাল্টা দিয়ে কুণাল ঘোষের পাশাপাশি টুইট করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি লেখেন, “রাজ্যের বিরোধী দলনেতার এই ধরনের আক্রমণ অত্যন্ত নিম্ন রুচির। অনেক রাজ্যেরই একাধিক নিজস্ব বিমান রয়েছে। এটা থাকা রাজ্যের পক্ষে গর্বের বিষয়। আর প্রধানমন্ত্রীর জন্য যে কোটি কোটি টাকা খরচ করে বিমান কেনা হয়, তা নিয়ে আগে কথা বলুক বিজেপি।”

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version