মাত্র ১২ বছরেই গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বরেকর্ড করলো প্রবাসী ভারতীয় “বিস্ময় বালক” অভিমন্যু

বয়স মাত্র ১২ (12 Years of Age)। এই বয়সেই কিনা গ্র্যান্ডমাস্টার (Grandmaster)! গল্প মনে হলেও সত্যি! গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বরেকর্ড (World Record) করল “বিস্ময় বালক”! প্রবাসী ভারতীয় (Expatriate Indian)

মার্কিন দাবাড়ু (Chess Player) অভিমন্যু মিশ্র (Abhimunya Mishra) এমনই নজিতবিহীন কৃতিত্ব গড়ল। এই মুহূর্তে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার সে। এর আগে এই রেকর্ড ছিল রাশিয়ার সের্গেই কার্জাকিনের দখলে।

আজ থেকে ১৯ বছর আগে সের্গেই গ্র্যান্ডমাস্টার হয়েছিল ১২ বছর ৭ মাস বয়সে। এবার অভিমন্যু সেই রেকর্ড ভেঙেদিলো ১২ বছর ৪ মাস ২৫ দিনে।

প্রবাসী ভারতীয় অভিমন্যু মিশ্র। তার বাড়ি আমেরিকার নিউ জার্সিতে। হাঙ্গেরিতে এই দাবা প্রতিযোগিতায়তিনটি আইএম নর্ম পূর্ণ করার পথে ২৫০০ রেটিংও সম্পূর্ণ করলো এই বিস্ময় বালক। চূড়ান্ত পর্বের চালে আমেরিকারই বাসিন্দা ১৫ বছরের কিশোর লুকা মেন্ডোজাকে শেষ রাউন্ডে হারিয়ে দেয় সে।

 

Previous articleচরম দুর্ভোগে যাত্রীরা, বেসরকারি বাস মালিকদের বাস নামানোর অনুরোধ পরিবহনমন্ত্রীর
Next articleদেবাঞ্জনের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের ছবি! সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন সুখেন্দুশেখর