Thursday, December 25, 2025

দেবাঞ্জনের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের ছবি! সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন সুখেন্দুশেখর

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড বিজেপির সাজানো নয়তো? বুধবার সাংবাদিক বৈঠকে এ প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, ভ্যাকসিনকাণ্ডের মূল পান্ডা ভুয়ো আইএএস (Ias) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) দেহরক্ষীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ছবি প্রকাশ করে বোমা ফাটালেন তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। তিনি প্রশ্ন তোলেন, প্রতারক দেবঞ্জনের দেহরক্ষী রাজভবনে কেন? “তদন্তকারীদের গোচরে বিষয়টি আনছি। আসল সত্য সামনে আসুক” সরব তৃণমূল সাংসদ। তিনি বলেন, শোনা গিয়েছে দেবাঞ্জনের এই দেহরক্ষীর মাধ্যমে বিশিষ্ট ব্যক্তির কাছে টাকা ভর্তি খাম পাঠানো হত। দামি উপহারও যেত। কে সেই বিশিষ্ট ব্যক্তি? তা তদন্ত করে দেখা হোক। “একজন প্রতারকের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের যোগাযোগ থাকা দেশের পক্ষের ভয়ঙ্কর”- মন্তব্য করেন তৃণমূল সাংসদ।

সুখেন্দুশেখর রায় বলেন, সব বিষয় নিয়ে টুইট করেন রাজ্যপাল। কিন্তু তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিনই মৃত্যু হয় জৈন হাওয়ালা মামলার মূল অভিযুক্ত সুরেন্দ্র জৈনের। তাই নিয়ে কোনও টুইট বা মন্তব্য করতে দেখা গেল না রাজ্যপালকে। এই মৃত্যু কাকতলীয় কি না সেটাও দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন সুখেন্দুশেখর। তিনি বলেন, জৈন হাওয়ালা মামলার ডায়েরিতে নাম রয়েছে জগদীপ ধনকড়ের। এবং সেখানে তাঁকে সাংসদ বলে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালও সাংসদ ও মন্ত্রী ছিলেন। এঁরা দুজন এক ব্যক্তি কি না তা দেখা উচিত। কারণ ওই জগদীপ ধনকড়কে খেপে খেপে বেশ কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন:কবে ফের চালু হবে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা, কী জানালো পূর্ব রেল?


 

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...