Sunday, May 4, 2025

শিশুদের শরীরে Covavax ট্রায়ালে ‘না’, স্পুটনিক লাইটের ক্ষেত্রেও মিলল না অনুমতি

Date:

Share post:

ভারতে শিশুদের শরীরে Covavax ট্রায়ালে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার (DCGI) বিশেষজ্ঞ কমিটি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে আমেরিকার সংস্থা নোভাভ্যাএক্স মিলে কোভোভ্যাক্স তৈরি হয়। সেই কোভোভ্যাক্স টিকা ২ থেকে ১৭ বছর বয়সীদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম।

সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি হচ্ছে। সেই কোভোভ্যাক্স টিকা ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম। তবে এখনও পর্যন্ত কোনও দেশ কোভাভ্যাক্স ভ্যাকসিনকে মান্যতা দেয়নি। এই কারণ দেখিয়ে ভারতে ২ থেকে ১৭ বয়সীদের উপর এই ভ্যাকসিনের প্রয়োগের অনুমতি দিচ্ছে না DCGI।

সংস্থার তরফে জানান হয়েছে, ২-১৭ বছর বয়সী মোট ৯২০ জনের উপর কোভোভ্যাক্স ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। জানানো হয়েছে, প্রথমে ১৮ বছরের বেশি বয়সীদের শরীরে এই টিকা প্রয়োগ করে তা খতিয়ে দেখতে সেরামকে নির্দেশ দিয়েছে DCGI। সেখানে তৃতীয় ট্রায়ালের ফলাফল, পার্শ্বপ্রতিক্রিয়ার হার দেখার পরই শিশুদের দেহে এই টিকার ট্রায়ালের অনুমতি দেওয়া হবে জানা গিয়েছে। ট্রায়ালের পরিকল্পনা অনুযায়ী, ২১ দিনের ব্যবধানে শিশুদের দুটি ডোজ দেওয়ার ৬ মাস পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই ট্রায়াল বন্ধ থাকছে আপাতত।

আরও পড়ুন-পা পিছলে চলন্ত ট্রেন আর প্ল্যাটফর্মের মধ্যে যাত্রী, কী হল তারপর?

কোভোভ্যাক্সের পরে ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেল না রাশিয়ার টিকা স্পুটনিক লাইট। হায়দরাবাদের ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। বুধবার এই বিষয়ে বৈঠক করেন কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। সূত্রের খবর, স্পুটনিক লাইট টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এই আবেদন নাকচ করেছেন তাঁরা।

 

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...