Monday, January 12, 2026

সুন্দরবন এলাকায় ত্রাণ বিলি মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংস্থার

Date:

Share post:

অভিনন্দন গোস্বামী

গত বছরের আমফানের জের কাটতে না কাটতে ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা। আছড়ে পড়া ভয়াবহ ঘূর্ণি ঝড় ইয়াসের বিপর্যয়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে রাজ্যের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ বেশ কিছু জেলা।
ইয়াসের তাণ্ডব কেড়ে নিয়েছে বহু মানুষের মাথাগোজার ঠাঁই। অনেক বাড়ি জলের তলায়, ভেঙেছে অনেক নদীনালার বাঁধ ক্ষতিগ্রস্ত বহু এলাকাবাসী। বহু সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন । এইসব দৃশ্য দেখে, মুর্শিদাবাদের সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা বুধবার সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্থদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।
জঙ্গীপুর পুলিশ, সাগরদিঘী থানা এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং সুন্দরবন কোস্টাল থানার ব্যবস্থাপনায় এই কর্মসূচি সফল হয়।

ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন, কিছু দিন আগে আমরা পূর্ব মেদিনীপুর এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছিলাম । সেখানে ২০০ ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিলি করেছি। আমরা ২০ জন সদস্য এসেছি সুন্দরবন এলাকায়, এবং আমরা ২০০ মানুষদের হাতে ত্রাণ বিলি করলাম। যে সব ত্রাণ বিলি করলাম এগুলোর মধ্যে ছিলো- চাল, তেল, ডাল, চিনি, আলু, পিঁয়াজ, মুড়ি, বিস্কুট, ছোটদের জন্য কেক এবং মাস্ক। তাদের কিছু শুকনো খাবার তুলে দিতে পেরে সত্যি আমরা আপ্লুত। আমরা যেন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এভাবেই থাকতে পারি এই আশা রাখছি।

এদিন ট্রাস্টে সদস্য মির্জাজাজবুল, সুমন সরিফ, মির্জা মিনহাজুদ্দিন, সাহিল মল্লিক, মতিউর মল্লিক, সামাদ সেখ, সবুজ বার্তা পত্রিকার সম্পাসক রহমতুল্লাহ প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন। খাবার পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ট্রাস্টের সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...