Friday, July 4, 2025

সুন্দরবন এলাকায় ত্রাণ বিলি মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংস্থার

Date:

অভিনন্দন গোস্বামী

গত বছরের আমফানের জের কাটতে না কাটতে ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা। আছড়ে পড়া ভয়াবহ ঘূর্ণি ঝড় ইয়াসের বিপর্যয়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে রাজ্যের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ বেশ কিছু জেলা।
ইয়াসের তাণ্ডব কেড়ে নিয়েছে বহু মানুষের মাথাগোজার ঠাঁই। অনেক বাড়ি জলের তলায়, ভেঙেছে অনেক নদীনালার বাঁধ ক্ষতিগ্রস্ত বহু এলাকাবাসী। বহু সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন । এইসব দৃশ্য দেখে, মুর্শিদাবাদের সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা বুধবার সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্থদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।
জঙ্গীপুর পুলিশ, সাগরদিঘী থানা এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং সুন্দরবন কোস্টাল থানার ব্যবস্থাপনায় এই কর্মসূচি সফল হয়।

ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন, কিছু দিন আগে আমরা পূর্ব মেদিনীপুর এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছিলাম । সেখানে ২০০ ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিলি করেছি। আমরা ২০ জন সদস্য এসেছি সুন্দরবন এলাকায়, এবং আমরা ২০০ মানুষদের হাতে ত্রাণ বিলি করলাম। যে সব ত্রাণ বিলি করলাম এগুলোর মধ্যে ছিলো- চাল, তেল, ডাল, চিনি, আলু, পিঁয়াজ, মুড়ি, বিস্কুট, ছোটদের জন্য কেক এবং মাস্ক। তাদের কিছু শুকনো খাবার তুলে দিতে পেরে সত্যি আমরা আপ্লুত। আমরা যেন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এভাবেই থাকতে পারি এই আশা রাখছি।

এদিন ট্রাস্টে সদস্য মির্জাজাজবুল, সুমন সরিফ, মির্জা মিনহাজুদ্দিন, সাহিল মল্লিক, মতিউর মল্লিক, সামাদ সেখ, সবুজ বার্তা পত্রিকার সম্পাসক রহমতুল্লাহ প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন। খাবার পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ট্রাস্টের সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version