Sunday, May 4, 2025

জ্বালানির দামে ছ্যাঁকা! কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল

Date:

Share post:

একদিকে রান্নার গ্যাস, অন্যদিকে পেট্রোল-ডিজেল। পাল্লা দিয়ে বাড়ছে তেলের দর। বেলাগাম দাম বৃদ্ধিতে আজ , শুক্রবার ফের পেট্রোলের দাম ৪০ পয়সা বেড়েছে। কলকাতায় আজ পেট্রোলের দর প্রতি লিটারে ৯৯ পেরিয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছল। যদিও এদিন ডিজেলের দর একই রয়েছে। অর্থ্যাৎ লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯.০৪। অন্যদিকে ডিজেলের অপরিবর্তিত দাম রয়েছে প্রতি লিটারে ৯২.০৩ টাকা। গত দেড় মাসে লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের৷ জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আমজনতার।
এদিন কলকাতা ছাড়াও দেশের একাধিক শহরে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম৷ দিল্লিতে পেট্রোলের দাম ৩৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা হয়ে গিয়েছে৷ পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর-সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ দেশের অনান্য শহরেও বেড়েছে পেট্রোলের দাম। মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম বেড়ে ১০৫.২৪ টাকা হয়েছে। ডিজেলের দাম রয়েছে, ৯৬.৭২ টাকা। চেন্নাইতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ১০০.১৩ টাকা ও ৯৩.৭২ টাকা হয়েছে। এছাড়াও পেট্রোলের দাম বেড়েছে জয়পুর, লখনউ, ভোপাল ও পাটনাতেও। সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে চলেছে৷ এর জেরে আগামী দিনে দেশের বাজারে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷
অতিমারী আবহে জুলাই মাসের প্রথম দিনই সাড়ে ২৫ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তর হেঁশেলে টান পড়েছে। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে ৮৬১ টাকা হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও এদিন বেড়ে হয়েছে ১৬২৯ টাকা। পাশাপাশি দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। করোনা সঙ্কটের মধ্যেই জ্বালানির বেলাগাম দর বৃদ্ধি নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলের নেতারা। জ্বালানির দাম নিয়ে এ দিন ফের সরাসরি মোদি সরকারকে কাঠগোড়ায় তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী, পি চিদম্বরম, সুপ্রিয়া শ্রীনাতে। প্রশ্ন উঠেছে গরীবদের জন্য ‘উজ্জ্বলা যোজনা’-র আওতাভুক্ত গরীব গ্রাহকরা এত দামে সিলিন্ডার কিনবেন কী করে? বিরোধীদের অভিযগ মোদি সরকার কোনও সমালোচনাকেই আমল দিতে নারাজ।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা যখন বিপন্ন, তখন এই লাগাতার দামবৃদ্ধির ফলে নাগরিকদের ওপর আর্থিক বোঝা পাহাড়প্রমাণ হয়ে উঠছে।

spot_img
spot_img

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...