Saturday, August 23, 2025

‘তৃণমূল জামানায় পুলিশ মানবিক’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ SP নগেন্দ্র ত্রিপাঠী

Date:

রাজ্যে নির্বাচন চলাকালীন তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিস্তর। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্র ত্রিপাঠী(Nagendra Tripathi)। সেই তিনি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। জানালেন, তৃণমূল জামানায় অনেক বেশি মানবিক হয়ে উঠেছে পুলিশ(Police)।

বৃহস্পতিবার সাঁইথিয়ার সাংড়ায় ‘আপনার পাড়ায় আপনার থানা’ পরিষেবার সূচনায় এসেছিলেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। সেখানেই তিনি বলেন, “বাম আমলে রাজ্য পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আর ২০১১ সালে মা মাটি মানুষের সরকারে পুলিশের মানসিকতার পরিবর্তন হয়েছে। পুলিশ এখন মানবিকও।” রাজ্য সরকারের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি আরো বলেন, “পুলিশ আগেও কাজ করত। কিন্তু গত সরকারে পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আগে পুলিশ সম্বন্ধে ধারনা ছিল, পুলিশ লাঠি হাতে এসে দুষ্ট লোককে ধরে নিয়ে যাবে। কখনও ভাল লোককেও ধরে নিয়ে যেত। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলায় কমিউনিটি পুলিশিং বেড়েছে। জঙ্গলমহল কাপ, রাঙামাটি কাপ খেলা হল। রক্তদান শিবির হচ্ছে। মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে থাকছে পুলিশ।”

আরও পড়ুন:আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে এই নগেন্দ্র ত্রিপাঠীকে বীরভূমের পুলিশ সুপার পদে বসানো নিয়ে কমিশনের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়েছিল শাসকদলের। নন্দীগ্রামে নির্বাচন চলাকালীন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়েছিলেন, ‘উর্দিতে কোনও দাগ লাগতে দেব না’। অথচ নির্বাচন পর্ব শেষ হওয়ার মাত্র তিন মাস পর রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে দেখা যায় সেই নগেন্দ্র ত্রিপাঠীকে।

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version