বেনজির বিক্ষোভ বিধানসভায়, ৪মিনিটেই ইতি রাজ্যপালের ভাষণ

বেনজির!ভোটের পর রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনের প্রথমদিন মাত্র চার মিনিটেই শেষ হয়ে গেল ৷সৌজন্যে বিজেপি বিধায়কদের বিক্ষোভ ৷
নির্বাচনের পর নতুন সরকারের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হওয়াটাই প্রথা ৷ সেই মতো শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

বিধানসভায় প্রবেশ করে প্রথমে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল ৷ তাঁর পর অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীও মাল্যদান করেন আম্বেদকরের মূর্তিতে ৷ সেখানে তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ তার পর তিনজন বিধানসভার অন্দরে প্রবেশ করেন ৷
ঠিক দুপুর ২টোয় অধিবেশন শুরু হয় ৷ ভাষণ পড়তে শুরু করেন রাজ্যপাল ৷ কিন্তু সেই সময় ওয়ালে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা ৷ প্রথমে তাঁরা আসনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন ৷ পরে ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ৷ তাঁদের বিক্ষোভ মূলত ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে ৷
বিধানসভার কক্ষের মধ্যে বিরোধীরা ভোট পরবর্তী হিংসা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভারত মাতার জয় ধ্বনি দিতে শুরু করেন বিরোধীরা।যার ফলে রাজ্যপাল তাঁর ভাষণ পড়তে পারলেন না।
তবে রাজ্যপালকে বিদায় জানাতে কক্ষের বাইরে আসেন মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ। সৌজন্য বিনিময় হয় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে। রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।

Previous articleসাদামাটা পোশাকে আদিবাসীদের সঙ্গে ‘হুল দিবস’ পালন করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা
Next articleউইম্বলডনে দর্শকাসনে বসে ফেডেরার ম‍্যাচ দেখলেন রবি শাস্ত্রী