Tuesday, January 13, 2026

খাদ্যের অধিকার রয়েছে পথ-কুকুরদেরও, বেনজির রায় দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

নজিরবিহীন রায় দিল্লি হাইকোর্টের৷

পথ-কুকুরদেরও নিয়মিত খাবার পাওয়ার অধিকার রয়েছে৷ একইসঙ্গে তাদের খাওয়ার দেওয়ারও অধিকার রয়েছে যে কোনও মানুষের৷ এক মামলার রায়ে এ কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷

এখানেই শেষ নয়, পাশাপাশি দিল্লি হাইকোর্টের বিচারপতি জে আর মির্ধা অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডকে নির্দেশ দিয়েছেন পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা খুঁজতে হবে।

গত কয়েকদিন আগে পথ-কুকুরদের খাবার দেওয়া নিয়ে এক আবাসনের বাসিন্দাদের মধ্যে তুমুল অশান্তি বাধে। ঝগড়া গড়ায় আদালত পর্যন্ত। একপক্ষের দাবি, আবাসনের দরজায় কুকুরদের খাওয়ানো যাবে না। এতে অসুবিধা হচ্ছে বাসিন্দাদের৷ অপর পক্ষের দাবি ছিল, পথ-কুকুরকে তাঁরা নিয়মিত খাবার দিতে চান। এই কাজ বেআইনি নয়৷ এই মামলাতেই এমন রায় ঘোষণা করেছে দিল্লি হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, পথ-কুকুরদের খাবার পাওয়ার অধিকার আছে। পাশাপাশি তাদের খাওয়ার দেওয়ারও অধিকার রয়েছে যে কোনও ব্যক্তির। তবে খাবার দেওয়া নিয়ে কারোর যাতে কোনও অসুবিধা না হয়, সেবিষয়েও নজর রাখতে হবে৷ সব দিক মাথায় রেখে পথ-কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা খুঁজতে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত। এক্ষেত্রে স্থানীয় পুরসভার সঙ্গে আলোচনা করার পরামর্শও দেয় আদালত৷

দিল্লি হাইকোর্টের বিচারপতি জে আর মির্ধা রায়ে বলেছেন, “পথ- কুকুরদের খাবার পাওয়ার অধিকার রয়েছে যেমন, তেমনই সাধারণ মানুষেরও তাদের খাবার দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু এই কাজের ফলে আশেপাশের বাসিন্দাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়েও নজর রাখতে হবে।”
পথ-কুকুরদের খাবার দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট গাইডলাইন চায় আদালত। এই কারণে একটি কমিটিও গঠন করার কথা বলা হয়েছে। কমিটিতে থাকবেন প্রাণী সম্পদ বিকাশ দফতরে একজন প্রতিনিধি, স্থানীয় পুরসভার এক প্রতিনিধি, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের প্রতিনিধি , অ্যাডভোকেট প্রজ্ঞা শর্মা, AWBI কাউন্সিল মনীষা শর্মা।
আদালত জানিয়েছে, প্রতিটি পথ-কুকুর তাদের নির্দিষ্ট এলাকায় থাকে। সেই এলাকার মধ্যেই নির্দিষ্ট একটি জায়গায় তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। সারমেয়রা যাতে জল ও খাবার পায় তা সুনিশ্চিত করতে হবে স্থানীয় পুরসভাকে। আদালত বলেছ, পথ-কুকুরদের বন্ধ্যাত্বকরণ এবং টিকাকরণ করার পর তাঁদের নির্দিষ্ট এলাকায় রেখে আসতে হবে।

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...