ফের ড্রোন জম্মুর আকাশে, বিএসএফের গুলির তাড়ায় পালাল সীমানা ছেড়ে

ফের ড্রোন (drone) জম্মুর আকাশে ( Jammu Skyline)। শুক্রবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ একটি ছোট হেক্সাকপ্টারকে উড়তে দেখা যায় ভারত-পাকিস্তান (India Pakistan international border) আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আর্ণিয়া সেক্টরে । সীমান্ত পার করে ভারত ভূমিতে ঢুকতেই নজরে পড়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর। সঙ্গে সঙ্গেই ড্রোনটিকে লক্ষ্য করে চারপাশ থেকে গুলির বৃষ্টি শুরু করে জওয়ানরা। আর তারপরেই দ্রুত ভারতের সীমানা ছেড়ে পালিয়ে যায় ড্রোনটি। বিএসএফ (border security force ,BSF) সূত্রে জানা গিয়েছে, ড্রোনটিকে নিশানা করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে পাকিস্তানে ফিরে যায় ড্রোনটি। বিএসএফের দাবি, ভারতের উপর নজরদারি চালাতেই বারবার সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হচ্ছে।

 

গত রবিবার প্রথম জম্মুতে বায়ুসেনার বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। বায়ুসেনার বিমানঘাঁটিতে পরপর দুটি বিস্ফোরণ । ১ .৩৭ মিনিটে এবং দ্বিতীয়টি ১. ৪৩ মিনিটে। তখন প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, শক্তিশালী ড্রোনের মাধ্যমেই বিস্ফোরক বয়ে আনা হয়েছিল। ঘটনায় আহত হন বায়ুসেনার দুই মার্শাল। বর্তমানে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। নাশকতার ছক সীমান্তের ওপারে হয়েছে এমনটাই ভারতীয় সেনাবাহিনীর। যদিও পাকিস্তান এখনো এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি বা দায় স্বীকার করেনি।

 

Previous articleভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার গ্রেফতার রাজ্যপালের সঙ্গে “একফ্রেম”-এ থাকা দেবাঞ্জনের দেহরক্ষী
Next articleখাদ্যের অধিকার রয়েছে পথ-কুকুরদেরও, বেনজির রায় দিল্লি হাইকোর্টের