Thursday, August 21, 2025

সব জল্পনার অবসান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন তিরথ সিং রাওয়াত

Date:

Share post:

মাত্র চার মাসের বিরতিতে ফের নয়া মুখ্যমন্ত্রী(chief minister) পেতে চলেছে উত্তরাখণ্ড(Uttarakhand)। সম্প্রতি এমনই একটি সম্ভাবনার জলঘোলা হতে শুরু করেছিল জাতীয় রাজনীতিতে। এবার সেই সম্ভাবনাকে সত্যি করে জানা গেল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিরথ সিং রাওয়াত(Tirath Singh Rawat)। শুক্রবার রাতে অথবা শনিবার সকালে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র তুলে দিতে পারেন তিনি।

জানা গিয়েছে, দিল্লিতে এদিন জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের কথা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। আর একটি সূত্র জানাচ্ছে, জলি গ্রান্ট এয়ারপোর্টে নামার পরে সরাসরি রাজভবনে পৌঁছবেন তিরথ সিং রাওয়াত। কবে তিনি ইস্তফা দিতে চলেছেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও তিনি যে ইস্তফা দিচ্ছেন তা কার্যত নিশ্চিত। বিগত দু’দিন ধরে দিল্লিতে ধরেছেন তিরথ সিং রাওয়াত। সেখানে জেপি নাড্ডা অমিত শাহ সহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অবশেষে নাড্ডাকে জানিয়েছেন নিজের পদত্যাগের কথা।

আরও পড়ুন:রাজপুর সোনারপুর পুরসভায় পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক

প্রসঙ্গত, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। এরপর গত ১০ মার্চ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিরথ সিং। যদিও তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নানা বিতর্ক তৈরি হয়। যার জেরে অস্বস্তিতে পড়ে দল। যদিও তিরথ সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পিছনে উঠে আসছে অন্য কারণ। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিধানসভার সদস্য না হওয়ায় ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে তিরথ সিংকে। তবে উত্তরাখন্ডে যে দুটি আসন ফাঁকা রয়েছে সেখানে জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি।

পাশাপাশি উত্তরাখণ্ডে উপনির্বাচন হলে পশ্চিমবঙ্গেও উপনির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলার ছক ভেস্তে যাবে গেরুয়া শিবিরের। তাই বিজেপি নেতৃত্বরা চান না উপনির্বাচন হোক। এই অবস্থায় রাওয়াতকে ইস্তফার নির্দেশ দিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে বিজেপি নেতৃত্ব।

 

spot_img

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...