বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, তদন্ত সংস্থাটি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটির বৈদেশিক মুদ্রার লেনদেন খুঁজে পেয়েছে।
আরও পড়ুন-অস্কারে যোগদানের আমন্ত্রণ পেলেন বিদ্যা এবং একতা
ইয়ামি গৌতম গত মাসে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল পুনিত খান্নার Ginny Weds Sunny-তে। কয়েক মাস আগে নেটফ্লিক্সে প্রকাশিত ছবিটিতে তিনি বিক্রান্ত মেসির সাথে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি বালা, যুধাম, বদলাপুর, সানাম রে, কাবিল এবং উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিনেমাতে অভিনয় করেছেন।