বিধানসভায় নজর কাড়ল বাঙালিবাবু মদনের দুবাই থেকে আনা চপ্পল!

নতুন ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি। পায়ে কালো-রুপোলীর মিশেলে চটি। পাঞ্জাবির পকেটে গোঁজা ধুতির কোঁচা। মুখে নীল রঙের মাস্ক । একেবারে বাঙালিবাবুর সাজে দীর্ঘদিন বাদে বিধানসভা অধিবেশনে দেখা গিয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ।আর যেখানেই তিনি যান, সেখানেই তাঁকে ঘিরে থাকে উন্মাদনা। কারণ, চমকের আর এক নাম যে মদন মিত্র!

শুক্রবার সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশনের দিন যে সাজে মদন মিত্র বিধানসভায় প্রবেশ করেন, তাও নজর কেড়েছে নতুন প্রজন্মের।
কিন্তু সবার চোখ আটকে গিয়েছে তাঁর পায়ের দিকে নজর পরতেই। তিনি পরে এসেছেন রুপোলি রঙের অভিনব এক চপ্পল। যার উপরে ইংরেজি হরফে লেখা ‘বস’।
পাঁচ বছর পর বিধানসভায় ফিরেছেন  মদন মিত্র। প্রায় সারাদিনই সবার আলোচনার কেন্দ্রে রইলেন মদন এবং তাঁর অভিনব চপ্পল। পরে নিজেই প্রকাশ্যে এনেছেন জমকালো এই চপ্পলের রহস্য। মদন বলেছেন, চপ্পলটি আনা হয়েছে দুবাই থেকে। তবে চপ্পলটি উপহার হিসেবে পেয়েছেন না কি কিনেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।
এমন চপ্পল পরে আসার কারণ কী? এই প্রশ্নতেও মদনের স্বভাবসিদ্ধ উত্তর , আমি তো বহিরাগত নই। তাই বাইরে থেকে জুতো এনে পরেছি।

Previous articleঅক্সিজেন সরবরাহে সংকট, মোহাম্মদ আলী হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
Next articleস্বাস্থ্য সচেতন মুখ্যমন্ত্রীর বাঁ হাতের কব্জিতে ফিটনেস ট্র্যাকার!