প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত সুন্দরবনের পাশে ‘মা ফাউন্ডেশন’ ও ‘আল আমিন মিশন’

ইয়াসের ক্ষত এখনও শুকোয়নি সুন্দরবন-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকায়। তারপরেই ভরা কোটাল। এই পরিস্থিতিতে সুন্দরবনের (Sundarbon) উপকূলবর্তী অঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘মা ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’। তাদের এই উদ্যোগে সামিল হয়েছে ‘আল-আমিন মিশন’ও। শনিবার, এদের যৌথ উদ্যোগে নীলাদ্রি সেনগুপ্তের (Niladri Sengupta) নেতৃত্বে সুন্দরবনে ইয়াস ও ভরা কোটালে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারকে ত্রাণ বিলি করা হয়।

বছরভর বিভিন্ন জনসেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে ‘মা ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’। এটি তার মধ্যে অন্যতম। সুন্দরবনে শুধু ত্রাণ বিতরণ নয়, ওখানে গোসবা ব্লকের মোল্লার হাটি ও দুলকি গ্রামে শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। সরকারি সাহায্যের পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ভরসা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

 

Previous articleযাত্রীদের জন্য ট্রেন ট্র্যাকিং অ্যাপ চালু করল শিয়ালদহ
Next articleবর্ধমানের রেনেসাঁ টাউনশিপে ৩২০জনকে কোভিডের ভ্যাকসিন প্রদান