যাত্রীদের জন্য ট্রেন ট্র্যাকিং অ্যাপ চালু করল শিয়ালদহ

ট্রেনের জন্য টাইম টেবিল দেখে আর প্ল্যাটফর্মে আপেক্ষা করতে হবে না। এক ক্লিকেই ট্রেন কোথায় আছে থেকে শুরু করে কত দেরিতে চলছে সমস্ত তথ্য জানা যাবে ঘরে বসেই। যাত্রীদের জন্য এই সুবিধা করে দিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কর্তৃপক্ষ।

এবার ট্রেন ট্র্যাকিং অ্যাপ চালু করল শিয়ালদহ ডিভিশন। জিপিএস সম্বলিত এই অ্যাপটির নাম, ‘শিয়ালদহ সুবাবার্ন ট্র্যাকিং সিস্টেম’। অতি সহজেই গুগল প্লেস্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করা যাবে। শিয়ালদহ ডিভিশনের ইন্টারনাল সার্ভারের মাধ্যমে অ্যাপটি পরিচালিত হবে। এই অ্যাপ থেকে লোকাল ট্রেন সংক্রান্ত সমস্ত তথ্য নিমেষেই পাওয়া যাবে।

ট্রেন কোথায় আছে, কখন আসছে থেকে শুরু করে কোন প্ল্যাটফর্মে তা দেওয়া হচ্ছে, এই সমস্ত তথ্যই এই অ্যাপ থেকে জানা যাবে। যদিও বিষয়টি এখনও পরীক্ষাধীনে রয়েছে। তবে ইতিমধ্যেই অ্যাপটি ১ লক্ষ ৭৮ হাজার ইউজার এই অ্যাপটি ব্যবহার করছেন।

Previous articleবাড়ির বকেয়া ৮ লক্ষ টাকার বিদ্যুৎ বিলের ছবি ভাইরাল! বিড়ম্বনায় সিধু
Next articleপ্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত সুন্দরবনের পাশে ‘মা ফাউন্ডেশন’ ও ‘আল আমিন মিশন’