Thursday, November 13, 2025

মেহতা ও ধনকড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

Date:

দেশের সলিসিটর জেলারেল তুষার মেহতা (Tusar Mehta) এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে যাবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে এই দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানানো হবে।

সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সারদা ও নারদ মামলার তদন্ত করছে সিবিআই। ওই দুই মামলায় সিবিআইয়ের তরফে আইনজীবী এসজি তুষার মেহতা। দুই মামলাতেই অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সিবিআই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এই ঘটনায় তদন্তকারী সংস্থা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও মর্যাদা নষ্ট হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এই বিষয়ে টুইট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠকের জল্পনা খারিজ করেছেন শ্রীযুক্ত মেহতা। অধিকারী মহাশয় থাকাকালীন তাঁর বাড়ির নজরদারি ক্যামেরার ফুটেজ প্রকাশ করলেই তা বিশ্বাসযোগ্য হবে। সর্বোপরি সলিসিটর জেনারেলকে আগাম না জানিয়েই কি তাঁর বাড়িতে চলে গেলেন শ্রীযুক্ত অধিকারী?’ তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, বিনা অ্যাপয়েন্টমেন্টে সিবিআই আইনজীবীর বাড়িতে বসে চা খাচ্ছেন সিবিআই মামলার অভিযুক্ত, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? জানা গিয়েছে, এই গুরুতর অভিযোগ নিয়েই এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে বাংলার শাসকদল।

আরও পড়ুন-নাম না করে বিরোধীদের তোপ দেগে ফেসবুক ছাড়লেন বিধায়ক মনোরঞ্জন

সলিসিটর জেলারেলের অপসারণের দাবি তোলার পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরিয়ে নেওয়ার দাবি তুলতে চলেছে তৃণমূল। এই মুহূর্তে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। নতুন সরকার শপথ নেওয়ার দিন থেকেই রাজ্যপাল নির্বাচিত সরকারকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তুলছে তৃণমূল। দলের বক্তব্য, রাজ্যপাল বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে দিল্লিতে গিয়ে অভিযোগ দাখিল করেছেন। তিনি কার্যত বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন। কিন্তু সম্প্রতি এই সব অভিযোগকে ছাপিয়ে গিয়েছে জৈন হাওলা কাণ্ডে জগদীপ ধনখড় নামক এক ব্যক্তির নাম সামনে আসায়। তৃণমূলের দাবি, ওই জগদীপ ধনখড় বর্তমান রাজ্যপাল। পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী রাজভবনে, এই ছবি প্রকাশ করেও তৃণমূল জগদীপ ধনখড়ের দিকে আঙুল তুলেছে। এই অবস্থায় তৃণমূলের দাবি, রাজ্যপালকে অপসারণ করা হোক।

 

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version