Thursday, August 21, 2025

‘জন্মদাত্রী’ না ‘পালিকা’-কোন মায়ের জোর বেশি? টানাপোড়েনে হোমে বালিকা

Date:

Share post:

শ্রীকৃষ্ণের উপর কার জোর বেশি যশোদা না দেবকী? এই বিতর্ক চলে আসছে যুগ যুগ ধরে। আজও সে প্রশ্ন দেখা দেয়। দেখা দেয় পশ্চিম মেদিনীপুরের পিউয়ের জীবনে। একরত্তি শিশুকন্যাকে পথের ধার থেকে তুলে এনেছিলেন ঘাটালের (Ghatal) অজব নগরের বাসিন্দা দেবু দোলই (Debu Dolui)। সালটা ২০০৮। ঘাটাল ময়রা পুকুর লাগোয়া রাজ্য সড়কের ধারে শিশুর কান্নার আওয়াজ শুনে দেখেন, গাছের নীচে পড়ে রয়েছে শিশুকন্যা। সাত পাঁচ না ভেবে তাকে কোলে নিয়ে সোজা বাড়ি চলে আসেন তিনি।

বাড়ি ফিরে স্ত্রী ছবির কোলে শিশুটিকে তুলে দেন। সেই থেকেই শিশুটিকে বুকে আগলে মানুষ করেছেন তাঁরা। প্রথম কিছু দিন শিশুটির বাবা-মায়ের খোঁজ চলে। কিন্তু সন্ধান না পেয়ে মেয়েটিকে নিজের মতো করে বড় করতে থাকেন দোলই দম্পতি। নাম রাখা হয় পিউ (Piu)।

তৈরি হয় সব প্রশাসনিক নথি।স্কুলে যাওয়া শুরু করে পিউ। প্রায় ১২ বছর পর হঠাৎ একদিন ঘাটাল থানার খড়ার বাসিন্দা রকি সামন্ত (Rocy Samanta) ও তাঁর স্ত্রী ইতু সামন্ত (Etu Samanta) হাজির হন দেবুর বাড়িতে। তাঁদের দাবি, পিউ তাঁদের সন্তান। সে যখন ছোট, তখন তাঁর ‘মা’ ইতুর মানসিক সমস্যা দেখা দেয়। রাস্তায় মেয়েটিকে ফেলে পালিয়ে যান তিনি। এতদিনে তাঁরা নাকি তাঁদের সন্তানের খোঁজ পেয়েছেন। এই খবরে দেবু ও ছবির মাথায় বাজ ভেঙে পড়ে। এতদিনে যাকে কন্যা স্নেহে পালন করে এসেছেন, তাকে ছেড়ে দিতে হবে?

আরও পড়ুন-অবিশ্বাস্য হলেও সত্যি, মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন

আইনি টানাপোড়েনে পিউয়ের ঠাঁই হয়েছে মেদিনীপুরের (Midnapur) সরকারি হোমে। দোলই পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কষ্ট পাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। সকলের দাবি, হোম থেকে দেবু-ছবির কাছে ফিরিয়ে দেওয়া হোক পিউকে।

এদিকে ইতুর দাবি, জন্মদাত্রী হিসেবে, পিউ তাঁর কাছে থাকবে। আর দুই মা থাকার সত্ত্বেও পিউ এখন রয়েছে সরকারি হোমে!

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...