Saturday, December 13, 2025

ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও তৈরি হচ্ছে না অ্যান্টিবডি, কোভিশিল্ড নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

কোভিশিল্ড নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। করোনার দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে ডেল্টা স্ট্রেনের সংক্রমণ রুখতে কোভিশিল্ড কতটা কার্যকর, তানিয়ে একটি গবেষণা চালিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকাল রিসার্চ বা আইসিএমআর। গবেষণায় দেখা গেছে কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েও ১৬.১ শতাংশের দেহে ডেল্টা প্রজাতিকে রুখতে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। একটি ডোজ নিয়ে ৫৮.১ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়নি। স্বভাবতই গবেষণার রিপোর্ট প্রকাশ্যে আসার পর গবেষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে ।

করোনা সংক্রমণ রুখতে যখন টীকাকরণের উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেইসময় আইসিএমআর-এর গবেষণার ফল নিয়ে বেশ উদ্বেগে বিজ্ঞানী থেকে গবেষক সকলেই। যদিও গবেষণার ফল নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ভেলোরের খ্রিস্টান কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডঃ টি জেকব জন।একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “গবেষণায় ধরা না পড়ার অর্থ এই নয় যে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। হয়তো দেহে অ্যান্টিবডির পরিমাণ এতটাই কম যে তা গবেষণায় ধরা পড়েনি। তার অর্থ এই নয় যে করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে ব্যর্থ এই ভ্যাকসিন।”

এদিকে আইসিএমআরের গবেষণার রিপোর্ট বলছে, কোভিশিল্ড করোনার প্রথম ঢেউ সংক্রমণের বি১ প্রজাতিকে রুখতে সক্ষম। সেই তুলনায় ডেল্টা প্রজাতির উপর কোভিশিল্ডের কার্যকারিতা অপেক্ষাকৃত কম। তবে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং ভ্যকসিনের দুটি ডোজই নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে অ্যান্টিবডির পরিমাণ অপেক্ষাকৃত বেশি।

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...