Thursday, January 22, 2026

দেশের অংশ বাদ দিয়ে ভারতের ম্যাপ! মুখ্যমন্ত্রী হওয়ার আগেই বিতর্কে পুষ্কর

Date:

Share post:

আর কয়েক ঘন্টার মধ্যেই উত্তরাখণ্ডের(Uttarakhand) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পুষ্কর সিং ধামি(Pushkar Singh Dhami)। তবে শপথ গ্রহণের আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন হবু মুখ্যমন্ত্রী(chief minister)। অতীতে অখন্ড ভারতের দাবি তুলে এক টুইট করেছিলেন ধামি। কিন্তু সেখানে যে ম্যাপের ছবি তিনি দিয়েছেন তাতে বাদ পড়েছে ভারতেরই অংশ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, ২০১৫ সালে এই টুইটটি করেছিলেন পুষ্কর সিং ধামি। তবে অখন্ড ভারতের দাবি তুলে যে ছবিটি শেয়ার করেন তাতে লাদাখের কিছু অংশ এবং পাক অধিকৃত কাশ্মীরের কিছু অংশ ভারতের বাইরে বলে দেখানো হয়। ধামির অতীতের সেই টুইট এদিন তুলে ধরেন জনৈক এক টুইটার ব্যবহারকারী। যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও ধামির সেই টুইট নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে টুইটারে জম্মু কাশ্মীর ও লাদাখকে আলাদা জায়গা হিসেবে দেখানোয় এফআইআর দায়ের হয়েছে টুইটারের বিরুদ্ধে। ম্যাপ বিকৃতির জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় টুইটারকে। যদিও পরে টুইটার তাদের ওয়েবসাইট থেকে বিতর্কিত এই ম্যাপ সরিয়ে নেয়। এমন একটি পরিস্থিতির মাঝেই এবার ম্যাপ বিকৃতির অভিযোগে মুখ পুড়ল উত্তরাখণ্ডের হবু মুখ্যমন্ত্রীর।

জানিয়ে রাখি, তিরথ সিং রাওয়াতের ইস্তফার পর রবিবার বিকাল পাঁচটা নাগাদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের সবচেয়ে অল্প বয়সী মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম আরএসএস ঘনিষ্ঠ ধামি। আরএসএস এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রীর কঠিন দায়িত্ব সামলানোর ভার তাঁর কাঁধেই তুলে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

 

spot_img

Related articles

প্রজাতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

প্রজাতন্ত্র দিবসে ইতিহাস গড়বেন জম্মু-কাশ্মীরের সিমরন। আগামী ২৬ জানুয়ারি মহড়াতে সিআরপিএফের পুরুষদলকে (CRPF male unit) নেতৃত্ব দেবেন বছর...

কর্নাটকে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত! ভাষণ অসমাপ্ত রেখে অধিবেশন ছাড়লেন গেহলট

অবিজেপি রাজ্যে সরকারের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকার মনোনীত রাজ্যপালরা (Governor)। বাংলায় ভুরি ভুরি উদাহরণ রয়েছে।...

সংগীতশিল্পী স্নিগ্ধজিৎকে হেনস্থার অভিযোগ মেদিনীপুরে, ভাইরাল ভিডিও

মেদিনীপুরে সংগীতানুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান চলাকালীন চরম হেনস্থার শিকার গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)! গান গাইতে গাইতে আচমকা মঞ্চ...

কুকি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন মেইতেই যুবক

মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি একটু শান্ত হলেও কুকি- মেইতেই হিংসার (meitei-kuki violence) রেশ এখনও কাটেনি। এরই মাঝে কুকি সম্প্রদায়ের...