Sunday, August 24, 2025

গত বছরের পরীক্ষা করোনার(Covid) কারণে নিতে পারেনি সিবিএসই(CBSE) বোর্ড। চলতি বছরেও তার ব্যাতিক্রম হয়নি। তবে আগামী বছর করোনা পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, আগামী বছরে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সোমবার জানিয়ে দেওয়া হয়েছে ২০২২ সালে বোর্ডের পরীক্ষা হবে দুই ধাপে। পাশাপাশি সিলেবাসও কমিয়ে ফেলা হবে প্রায় ৫০ শতাংশ।

বোর্ডের তরফে সোমবার যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্রথম টার্ম পরীক্ষা হবে। দ্বিতীয় টার্ম পরীক্ষা হবে আগামী মার্চ-এপ্রিলে। একই সঙ্গে পড়ুয়াদের যাতে সমস্যা না হয় তার জন্য সিলেবাস প্রায় ৫০ শতাংশ ছেঁটে ফেলা হবে। কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, আভ্যন্তরীণ মূল্যায়ন (ইন্টারনাল অ্যাসেসমেন্ট), প্রজেক্ট ওয়ার্কের মতো বিষয়গুলিকে আরও কার্যকরী এবং ভালো করে তোলার উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন খোদ মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, করোনার জেরে চলতি বছরের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলেও, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল সিবিএসই। কিন্তু করোনার জেরে শেষ পর্যন্ত বাধ্য হয়েই তা বাতিল করে দিতে হয়। এবং আদালতের হস্তক্ষেপে পড়ুয়াদের ফল প্রকাশের জন্য পূর্বের ফলাফলের ওপর ভিত্তি করেই নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে আগামী বছর পরীক্ষা নেওয়ার বিষয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এখন থেকেই নীতি তৈরীর পথে হাঁটছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version