আজ বিজেপির পুর-অভিযান ঘিরে সতর্ক প্রশাসন, একনজরে পুলিশি ব্যবস্থা

ফাইল ছবি

বিজেপির (Bjp) পুরসভা অভিযানের অনুমতি দেয়নি প্রশাসন। অভিযান রুখতে কড়া পুলিশি (Police) ব্যবস্থা করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কী কী ব্যবস্থা করা হচ্ছে?

• এক হাজার পুলিশ মোতায়েন

• নেতৃত্বে অ্যাডিশনাল কমিশনার ও ২ যুগ্ম কমিশনার

• থাকবেন ৮ ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ কমিশনার

• বিশেষ নজরদারি হিন্দ সিনেমার সামনে

• নজরদারি বিজেপির দুটি পার্টি অফিসে

• কুইক রেসপন্স টিম, জলকামান থাকবে

আরও পড়ুন-টিটাগড়ে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা, জখম ২

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Vaccine) প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সোমবার পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো হুইপ জারি করে বলা হয়েছিল, এই অভিযানে উপস্থিত খাকতেই হবে। কিন্তু এই অভিযানে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কোভিড (Covid) পরিস্থিতিতে মিছিল করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 

Previous article‘শিবসেনা আমাদের বন্ধু’ ফড়নবিশের মন্তব্যে জল্পনা বাড়ছে মহারাষ্ট্রে
Next articleবিজেপি-‘ঘাঁটি’-তে ফের ভাঙন, এবার দল ছাড়ছেন পাসাং ডিকি শেরপা