দেশে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিয়েছে। অতিমারি পরিস্থিতির মধ্যে প্রায় শেষ দু’মাসে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। এমন অবস্থায় একনাগাড়ে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আবার সপ্তাহের শুরুতেই বাড়ল জ্বালানি তেলের দাম। সোমবার লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৮৪ পয়সা। তবে আজ বাড়েনি ডিজেলের দাম। লিটারপ্রতি ৯২ টাকা ২৭ পয়সাই আছে ডিজেলের দাম।
দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছেঃ
দিঘা -১০০ টাকা ৯ পয়সা, মুর্শিদাবাদ- ১০০ টাকা ৭৪ পয়সা, কোচবিহার- ১০০ টাকা ৭৯ পয়সা, রায়গঞ্জ- ১০০ টাকা ১২ পয়সা, বালুরঘাট- ১০০ টাকা ৪১ পয়সা, আলিপুরদুয়ার- ১০০ টাকা ৯০ পয়সা, দার্জিলিং- ১০১ টাকা ২৮ পয়সা, কালিম্পং- ১০০ টাকা ৫০ পয়সা, ঝাড়গ্রাম- ১০০ টাকা ৫৩ পয়সা, ডায়মন্ড হারবার- ১০০ টাকা ২ পয়সা, দত্তপুকুর- ১০০ টাকা ১ পয়সা, কৃষ্ণনগর- ১০০ টাকা ৮০ পয়সা, চুঁচুড়া- ১০০ টাকা ১০ পয়সা, বর্ধমান-১০০ টাকা ৯ পয়সা, আসানসোল- ১০০ টাকা ৬ পয়সা, বাঁকুড়া- ১০০ টাকা ৭ পয়সা, পুরুলিয়া-১০০ টাকা ৮৮ পয়সা, সিউড়ি- ১০০ টাকা ২০ পয়সা, খড়গপুর-১০০ টাকা ১৬ পয়সা।
আরও পড়ুন-কোভিশিল্ড নেওয়া ৮৩.৯ শতাংশ মানুষ করোনার ডেল্টা রুখতে সক্ষম, বলছে ICMR
আজ দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৯৯.৮৬ টাকা। তবে বাড়েনি ডিজেলের দাম। এখন দিল্লিতে ডিজেল লিটারে ৮৯.৩৬ টাকা। মুম্বইতে প্রতি লিটার পেট্রোল ১০৫.৯৩ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০.৭৯ টাকা।