Wednesday, May 14, 2025

ভুয়ো ভ্যাকসিন কান্ডের কালপ্রিট দেবাঞ্জনের(Debanjan) সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সম্প্রতি বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকের বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল(TMC)। বুঝিয়ে দেওয়া হল কোন অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের কী করতে হবে এবং কী ধরনের সর্তকতা নিতে হবে?

সোমবার পারিষদীয় দলের বৈঠকে বিধায়কদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি কোন অনুষ্ঠান বাড়ি যান সে ক্ষেত্রে আগে ভালো করে দেখে নিতে হবে আমন্ত্রিতদের তালিকা। একই নিয়ম প্রযোজ্য থাকছে কোনও অনুষ্ঠান মঞ্চে যোগ দেওয়ার ক্ষেত্রেও। তৃণমূলের তরফে বিধায়কদের জন্য এই অভিনব বার্তায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ভুয়ো টিকা কাণ্ডে শাসক দলের ওপর বিরোধীদের চাপ বাড়ার জেরে এই পদক্ষেপ? যদিও সেই ধরনের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।

আরও পড়ুন:দেশে যে আইনই নেই, সেই আইনে কীভাবে FIR ? কেন্দ্রকে নোটিশ ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের

যদিও সতর্কতার পাঠ দেওয়ার পাশাপাশি এদিন বিধানসভায় শাসকদলের কর্মপদ্ধতি নিয়েও দীর্ঘ আলোচনা করা হয় বিধায়কের সঙ্গে। জানানো হয়, সকল বিধায়ককে নিয়মিত উপস্থিত থাকতে হবে বিধানসভায়। হাউসে নানা রকম জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তবে তার মধ্যে থেকেও অধিবেশন চালিয়ে নিয়ে যেতে হবে। বিরোধীদের বিক্ষোভ দেখে কোনও বিধায়ক যেন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ না নেয় সেটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে। প্রসঙ্গত সোমবার বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলের বৈঠকে সকল বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, নির্মল ঘোষের মতো নেতৃত্বরা।

 

Related articles

মুক্ত পূর্ণম কুমার: স্ত্রীকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

পাকিস্তানের সেনার হাতে প্রায় ২০ দিন বন্দি থাকার পরে অবশেষে ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ...

বান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় রহস্যমৃত্যু রিঙ্কুর প্রথম পক্ষের পুত্র সঞ্জয়...

দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার...

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third...
Exit mobile version