পাক মোকাবিলায় নামার আগে করোনা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ড দলের সাত সদস্য

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে মোকাবিলায় নামার আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইংল্যান্ড দলের সাত জন সদস্য। তার মধ্যে তিন জন ক্রিকেটার ও চার জন টিম ম্যানজমেন্টের সদস্য বলে জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করা না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইংল্যান্ড অধিনায়ক ইয়ম মর্গ্যান তাঁদের মধ্যে অন্যতম। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। গত ৪ জুলাই ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে দুই দলের মধ্যে শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

নিয়ম মেনে গত সোমবার অর্থাৎ ৫ জুলাই ওই ইংল্যান্ড ওয়ান ডে দলের প্রতি সদস্যের কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। দলের সাত জন সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ড ক্রিকেট দলের সাত সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

 

Previous articleবার কাউন্সিলের সিদ্ধান্তেই সুপ্রিম কোর্টে চিঠি, চেয়ারম্যানের সওয়াল হাইকোর্টে
Next articleফের ঊর্ধ্বমুখী সোনার দাম! আজ কলকাতায় কত?