প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার তাঁর মন্ত্রিসভায় রদবদল ঘটাবেন, বেশ কয়েকদিন ধরেই এমন জল্পনা তুঙ্গে৷ জানা গিয়েছিলো, বুধ অথবা বৃহস্পতিবার সম্প্রসারিত হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

রদবদলে কারা টিঁকে যাবেন মন্ত্রী পদে, নতুন কারা আসবেন, মন্ত্রিসভা কেমন হবে, তা চূড়ান্ত করতে আজ, মঙ্গলবার বিকেল ৫টায় মোদির বাসভবনে হওয়ার কথা ছিল উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকে থাকার কথা ছিলো অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডাদের।

কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, হঠাৎ সেই পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে৷ কেন বাতিল করা হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সোমবার রাতেও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছে অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সম্পাদক বিএল সন্তোষের। মন্ত্রী পদে আনা হবে, এমন বেশ কিছু নামও চূড়ান্ত হয় ওই আলোচনায়৷ স্থির হয়, মঙ্গলবারের বৈঠকে সিলমোহর পড়বে মোদির নতুন ক্যাবিনেটে৷ তারপর হঠাৎ কেন পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হয়ে গেল, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে৷ মঙ্গলবার বিকেল ৫ টার বৈঠকে থাকার কথা ছিল মন্ত্রিসভার ‘স্টার’ সদস্যদের৷ বিজেপির একাধিক শীর্ষ নেতারও থাকার কথা ছিলো৷ কিন্তু এখন সেসব বাতিল বলেই জানা গিয়েছে৷

কেন এই বৈঠক বাতিল হলো, তার কারণ খুঁজছে রাজনৈতিক মহল৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি এবারও হচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ? না’কি, দলের তরফে পাঠানো কিছু নামে আপত্তি রয়েছে প্রধানমন্ত্রীর ? অনেকে বলছেন, NDA-শরিকদের আবদার মানতে চাইছে না বিজেপি৷
কারণ যাই হোক, ঘটনা এটাই মঙ্গলবার বিকেল ৫টায় মোদির বাসভবনে যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিলো, যে বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা মোদির সম্প্রসারিত ক্যাবিনেট, সেই বৈঠকই বাতিল হয়েছে৷ রাজধানীর ধারনা, এবার হয় মোদি একতরফা নাম ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন, অথবা সম্প্রসারণ প্রক্রিয়াই আপাতত স্থগিত করতে পারেন৷
