দেশের দৈনিক সংক্রমণ কমে ৩৫ হাজার নীচে, কমল মৃত্যুও

আরও খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। একটানা বেশ কিছুদিন কমতে কমতে এই প্রথম সংক্রমণ ৩৫ হাজারের নীচে নামল। কমেছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ কমে ৩৪ হাজার ৭০৩ জন দাঁড়িয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।

তবে কেরলে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়চ্ছে।  শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় কেরলে ৮ হাজার ৩৭ জন সংক্রমিত হয়েছেন। কেরলের পরেই দৈনিক সংক্রমণের দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। এরপরই সংক্রমণের তালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছে তামিলনাড়ু (৩,৭১৫), কর্নাটক (২,৮৪৮), ওড়িশা (২,৮০৩), অন্ধ্রপ্রদেশ (২,১০০)। অসমেও দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের গণ্ডি পার করেছে।

দেশে সক্রিয় রোগীর সংখ্যা কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। এই মূহুর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। তবে যেকোনও সময় আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আংশিক লকডাউন জারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Previous article“মরে গেলেও পিছিয়ে আসব না”- কেন হুঙ্কার দিলেন শীর্ণকায় লালু?
Next articleহঠাৎ বাতিল মোদির বৈঠক, মন্ত্রিসভার রদবদল কি স্থগিত, উঠছে প্রশ্ন