‘২০২৪ লস্ট কেস’, বিজেপিকে কটাক্ষ মমতার

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করেও ২০২৪-এ হার এড়াতে পারবে না বিজেপি৷ সাফ জানিয়ে দিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপিকে কটাক্ষের সুরে মমতা বলেন, ‘২০২৪ লস্ট কেস৷’
আর কিছুক্ষণের মধ্যেই মোদি মন্ত্রিসভায় বড়সড় রদবদল হচ্ছে৷ বাংলা থেকে নতুন চার মুখ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন৷ এ ছাড়াও গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রকের দায়িত্বেও রদবদল হতে পারে৷ খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন৷ ইস্তফা দিয়েছেন বাংলার বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারের মতো বেশ কয়েকজন মন্ত্রীও৷
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, ২০২২-এ সাত রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ -এ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই রদবদল করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি-র কোনও ভিশনও নেই, মিশনও নেই৷ ওদের শুধু এজেন্সি আছে৷ তাই রাজনৈতিক প্রতিক্রিয়া হচ্ছে৷ ফলে এসব করে কোনও কাজ হবে না৷ ২০২৪ লস্ট কেস৷
কয়েকদিন আগেই পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাও সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ওরা কাকে মন্ত্রী করবে, কাকে সান্ত্রি করবে, কাকে তুলে আনবে, কাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা ওদের দলের বিষয়৷ বিচ্ছিন্নতাবাদী বিজেপি নিজেই। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে৷  রাজবংশী ওই মহিলাকেও (দেবশ্রী চৌধুরী) নাকি পদত্যাগ করতে বলা হয়েছে৷ মানুষের যখন সময় খারাপ হয় আর বিনাশকালে বুদ্ধিনাশ হয়, তখন এই সব শক্তিকেই খুঁজে বেরায়৷ এরা কোনও কাজে লাগবে না৷ এতে বিজেপি সন্তুষ্ট হতে পারে, কিন্তু মানুষের কোনও কাজে লাগবে না৷’
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলকে বিজেপি-র অভ্যন্তরীণ বিষয় বললেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের পদত্যাগ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রশ্ন, করোনা অতিমারি সামলানোর ব্যর্থতার যাবতীয় দায় শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রীর উপরে চাপানো হচ্ছে কেন? বাবুল সুপ্রিয়র পদত্যাগ নিয়েও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘এখন বাবুল খারাপ হয়ে গিয়েছে!’ এভাবেই বিজেপি কে কটাক্ষ করেছেন মমতা।

Previous article‘ধোঁয়া উঠলে আগুন তো কোথাও লেগেছে’, ইস্তফার পরই তাৎপর্যপূর্ণ বার্তা বাবুলের
Next article১০ জনের পদোন্নতি ও ৩৩ নতুন মুখ, রাষ্ট্রপতি ভবনে সন্ধেয় শপথ নেবেন সম্ভাব্য ৪৩ মন্ত্রী