‘ধোঁয়া উঠলে আগুন তো কোথাও লেগেছে’, ইস্তফার পরই তাৎপর্যপূর্ণ বার্তা বাবুলের

পরপর দু’বার কেন্দ্রীয় মন্ত্রী(central minister) হিসেবে দায়িত্ব সামলেছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। তবে একুশের রদবদলে বাংলা ৪ মন্ত্রী পেলেও ছাঁটাইয়ের তালিকায় নাম উঠেছে তাঁর। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ পোস্ট করলেন প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার ফেসবুকে তিনি লেখেন, ‘ধোঁয়া উঠলে আগুন তো কোথাও লেগেছে’। পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘পদত্যাগ করতে বলা হয়েছিল এবং আমি তা করেছি। নিজের জন্য মন খারাপ, তবে বাকিদের জন্য খুশি।’

বুধবার মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ২০ জনেরও বেশী নতুন মুখ নিয়ে আসা হচ্ছে মোদির মন্ত্রিসভায়। সেখানে বাংলা থেকে নাম উঠেছে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকারের। অন্যদিকে এতদিন মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী পদত্যাগ করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়াতে নিজের পদত্যাগের কথা প্রকাশ্যে এনে পরিবেশ ও বন দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী বাবুল লেখেন, “ধোয়া উঠলে বুঝতে হবে কোথাও আগুন লেগেছে। মাঝে কারো ফোন ধরতে পারিনি, তবে বন্ধু, শুভানুধ্যায়ী এবং সংবাদমাধ্যমকে জানাতে চাই আমায় পদত্যাগ করতে বলা হয়েছিল। আর আমি সেটাই করেছি।”

পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি আসানসোলের সাংসদ। তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই আমাকে মন্ত্রীদের তালিকায় ঠাঁই দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় জন্য। কোনওরকম দুর্নীতির দাগ লাগতে না দিয়ে নিজের দায়িত্ব পালন করতে পেরে দারুণ খুশি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইব আসানসোলের মানুষের কাছে, যারা ২০১৯ সালে প্রায় তিনগুণ ভোটে জিতিয়ে ফের আমাকে সংসদে পাঠিয়েছিলেন আমাকে।’

আরও পড়ুন:বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন, রদবদলের আগেই ইস্তফা দিলেন দেবশ্রী-বাবুল

যদিও হঠাৎ শীর্ষ নেতৃত্বে নির্দেশে পদত্যাগের পথে হাঁটলেও নিজের মনের ব্যাথা চেপে রাখেননি বাবুল। তিনি আরও লিখেছেন, “সকলের নাম আলাদা করে নিচ্ছি না তবে সমস্ত সহকর্মীদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। বাংলা থেকে যারা মন্ত্রী হচ্ছেন তাদেরকে আলাদা করে অভিনন্দন জানাচ্ছি। নিজের জন্য কিছুটা মন খারাপ ঠিকই কিন্তু বাকিদের জন্য খুশি আমি।”

 

Previous article১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত রোড ট্যাক্স মকুব, ঘোষণা মমতার
Next article‘২০২৪ লস্ট কেস’, বিজেপিকে কটাক্ষ মমতার