বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন, রদবদলের আগেই ইস্তফা দিলেন দেবশ্রী-বাবুল

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে বৈঠক। জানা যাচ্ছে, এবারের মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছে একাধিক নতুন মুখ। বিজেপি সূত্রের খবর, বাংলা থেকে হবু মন্ত্রীদের তালিকায় নাম রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর, আলিপুরদুয়ারের সংসদ জন বার্লা, বাঁকুড়ার সংসদ সুভাষ সরকার এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। অন্যদিকে, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন বাংলার দুই সাংসদ দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়। পাশাপাশি ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং শ্রম মন্ত্রী সন্তোষ গাংওয়ারের মত মন্ত্রীরা। সবমিলিয়ে এখনো পর্যন্ত ১২ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবার যে চারজন সংসদ বাংলা থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তাদের সকলকেই পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হতে পারে। পাশাপাশি আগামী বছর যেসকল রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেখান থেকেও বেশকিছু নতুন মুখ জায়গা পেতে চলেছে মোদির মন্ত্রিসভায়। সূত্রের খবর, উত্তরপ্রদেশের জালাউন লোকসভা কেন্দ্রের সাংসদ ভানু প্রতাপ বর্মাকে এবার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন নরেন্দ্র মোদি। হবু মন্ত্রীরা আজ সন্ধ্যাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ গ্রহণ করবেন। যদিও নয়া মন্ত্রিসভা নিয়ে এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে সব মহলই।

 

Previous articleএক নজরে বাজেট বক্তৃতায় যা বললেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Next articleমন্ত্রিসভায় রদবদলের দিনই বিজেপির যুব মোর্চার সভাপতিত্ব ছাড়লেন সৌমিত্র, সঙ্গে আরও ৮