ফোনে দিল্লির ডাক পেয়েছেন শান্তনু, ফোনের কাতর অপেক্ষায় অন্যরা

শান্তনু ঠাকুর

মোদি মন্ত্রিসভায় বাংলার কার ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছেঁড়ে তার জন্য অপেক্ষা আর তদ্বিরের অন্ত নেই বিজেপি শিবিরে। বুধবার সন্ধে ৬ টায় মন্ত্রিসভার (cabinet) মেগা রদবদলের (reshuffle) সম্ভাবনা। মন্ত্রী হওয়ার আশায় বাংলার যেসব সাংসদ চেনেজানা মহলে প্রবল তদ্বির শুরু করেছেন তার মধ্যে প্রথম নামটিই হল সাংসদ সৌমিত্র খাঁর। বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র সংগঠনের কাজকর্ম শিকেয় তুলে দিল্লির দোরে দোরে ঘুরছেন মন্ত্রী হওয়ার আশায়। ২০১৯ সালেও দেখা গিয়েছিল এই সৌমিত্র খাঁ নিজের মন্ত্রী হওয়ার স্বপ্ন প্রকাশ্যে জাহির করে সংবাদমাধ্যমে মন্তব্য করছেন, মন্ত্রিত্বের আপেল খেতে কার না ইচ্ছে করে! সেবার মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে ফের এবার দিল্লিতে হত্যে দিয়ে থেকে বুঝিয়ে দিচ্ছেন, সংগঠনের দায়িত্ব পালনের চেয়ে মন্ত্রিত্বের জন্যই তিনি লালায়িত। সৌমিত্রর মত আরেক দলবদলু বিজেপি সাংসদ অর্জুন সিংও মন্ত্রিত্বের প্রত্যাশী। নিজের লোকসভা এলাকায় বিধানসভা ভোটে বিজেপি পর্যুদস্ত হলেও তিনি কেন্দ্রের মন্ত্রী হতে চান। তাঁর আশা, মুকুল রায়ের দলত্যাগের পর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর নম্বর বাড়বে। একইভাবে আরেক প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও দিল্লিতে বসে আছেন ডাকের আশায়। উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক জোর বেশি হওয়ায় মন্ত্রিত্বের প্রত্যাশী তিনি। এছাড়া তিনি বিধানসভা ভোটেও জিতেছিলেন। সেই জোরে নিজের হক বুঝে নিতে চান।

আরও পড়ুন-তারুণ্যে জোর, নানা গোষ্ঠী ও রাজ্যের প্রতিনিধিত্ব রেখে মোদি মন্ত্রিসভার রদবদল আজ

তবে বুধবার সকাল পর্যন্ত যা খবর, তাতে দিল্লিতে থেকে যাওয়ার ফোন পেয়েছেন একমাত্র সাংসদ শান্তনু ঠাকুর (shantanu thakur)। মতুয়া ঠাকুর পরিবারের এই সদস্যের মন্ত্রিত্ব প্রাপ্তির আশা তাই অনেকাংশেই উজ্জ্বল।

 

Previous articleদিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, টুইটে শ্রদ্ধা রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর
Next articleপ্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী খুন দিল্লির বাড়িতে