তারুণ্যে জোর, নানা গোষ্ঠী ও রাজ্যের প্রতিনিধিত্ব রেখে মোদি মন্ত্রিসভার রদবদল আজ

cabinet reshuffle of modi govt today
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল চিত্র।

কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকারের (modi govt.) প্রথম মেগা রদবদলের সম্ভাবনা আজ। বুধবার সন্ধে ৬ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ (cabinet reshuffle) হতে চলেছে। সূত্রের খবর, এই রদবদলে অপেক্ষাকৃত নবীন সাংসদদের সুযোগ দেওয়া হবে। সেইসঙ্গে থাকবে রাজ্যে রাজ্যে বিজেপির বিভিন্ন গোষ্ঠী ও জাতপাতভিত্তিক সমীকরণ। সামনের বছর ভোট উত্তরপ্রদেশে। ফলে রদবদলে এই রাজ্যের দিকে বিশেষ নজর থাকছেই। এছাড়া অন্য বড় রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটকের প্রতিনিধিত্ব থাকতে চলেছে।

আরও পড়ুন-নন্দীগ্রাম-মামলার এজলাস বদলে মুখ্যমন্ত্রীর আর্জির রায় আজ

মধ্যপ্রদেশে দীর্ঘদিন অপেক্ষায় থাকা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। থাকতে পারেন অসম ও মহারাষ্ট্রের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়াল ও নারায়ণ রানে। উত্তরপ্রদেশ থেকে গান্ধী পরিবারের সদস্য ও মানেকা-পুত্র বরুণ গান্ধীর অন্তর্ভুক্তির সম্ভাবনা। ভোটের অঙ্কে ও শরিকি দাবি মেনে উত্তরপ্রদেশের আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেলকে ফের মন্ত্রী করা হতে পারে। বিহারে জোট সরকারের অন্যতম শরিক জেডিইউর দুই সাংসদ মন্ত্রী হতে পালেন বলে খবর। রাষ্ট্রীয় লোক দলের রাশ নিজের হাতে নেওয়ার পর মন্ত্রী হতে পারেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি পারস। বাংলার বিধানসভা ভোটে বিপর্যয়ের পর মতুয়া ভোটের নিয়ন্ত্রণ হাতে রাখতে মন্ত্রী করা হতে পারে শান্তনু ঠাকুরকে। সবমিলিয়ে, নানা জল্পনার পর শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার।

 

Previous articleঅভিনব প্রতিবাদ, সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভার পথে শ্রমমন্ত্রী বেচারাম মান্না
Next articleদিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, টুইটে শ্রদ্ধা রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর