নন্দীগ্রাম-মামলার এজলাস বদলে মুখ্যমন্ত্রীর আর্জির রায় আজ

মমতা বন্দ্যোপাধ্যায়, কৌশিক চন্দ

মুখ্যমন্ত্রীর দায়ের করা নন্দীগ্রাম- মামলার শুনানি তাঁর এজলাসেই চলবে ? না’কি এই মামলা তিনি ‘রিলিজ’ করে দেবেন, বিচারপতি কৌশিক চন্দ তা জানাবেন আজ, বুধবার, ৭ জুলাই৷

আরও পড়ুন-বুধবার মোদি – মন্ত্রিসভার সম্প্রসারণ, তার আগেই তৈরি হল নতুন মন্ত্রক

নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে হাইকোর্টে ‘ইলেকশন পিটিশন’ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনায় কারচুপি-সহ একাধিক অভিযোগ তুলে মামলা করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। হাইকোর্ট এই মামলার শুনানি ধার্য করেছে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে৷ এই বিচারপতি নিয়ে আপত্তি তুলে এজলাস বদলের দাবিতে আলাদা আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই আবেদনের শুনানি হয়েছে গত ২৪ জুন৷ ওইদিনের শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ বিজেপি ঘনিষ্ঠ, এমনই দাবি করা হয় মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে৷ এই কারণে তাঁকে স্বেচ্ছায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন মমতা’র আইনজীবী অভিষেক মনু সিংভি৷ ওইদিন সিংভি টানা সওয়াল করেন। তাঁর যুক্তি, যেহেতু কৌশিক চন্দ অতীতে আইনজীবী হিসাবে বহু মামলা লড়েছেন বিজেপির হয়ে এবং তিনি বিজেপির আইন শাখার পদাধিকারী ছিলেন এবং এই মামলাটি যেহেতু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, তাই তিনি এই ইলেকশন-পিটিশনের বিচার করলে, মানুষ তা ভালো ভাবে নেবে না। নিজের যুক্তির সপক্ষে বিচারপতির বিজেপি যোগের একাধিক প্রমাণও তুলে ধরেন মমতার আইনজীবী ৷ সেদিন নন্দীগ্রাম বিধানসভার ফল সংক্রান্ত মামলা অন্য এজলাসে স্থানান্তরের আবেদনের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়৷ আজ, বুধবার, ৭ জুলাই, বেলা ১১টায় বিচারপতি চন্দ জানাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রুজু করা মূল মামলাটি তিনিই শুনবেন কি’না৷ যদি নন্দীগ্রাম-মামলা বিচারপতি চন্দ ছেড়ে দেন, তাহলে নতুন কোনও এজলাসে তা নথিভুক্ত হবে এবং সেখানেই মুখ্যমন্ত্রীর করা মামলার বিচার প্রক্রিয়া চলবে৷ অথবা মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে বিচারপতি জানাতেও পারেন নন্দীগ্রাম-মামলা তিনিই শুনবেন৷ বিচারপতি চন্দ শেষ পর্যন্ত নন্দীগ্রাম মামলা নিজের এজলাস থেকে সরানো প্রসঙ্গে কী রায় দেন, আপাতত সেদিকেই নজর আইনজীবী এবং রাজনৈতিক মহলের৷

 

Previous articleপ্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
Next articleনায়ক দোনারুম্মা, স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালি