প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী খুন দিল্লির বাড়িতে

খোদ রাজধানীতে নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের ঘটনা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলমকে (kitty kumarmangalam) দিল্লিতে তাঁর নিজের বাড়িতে খুন করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন:ফোনে দিল্লির ডাক পেয়েছেন শান্তনু, ফোনের কাতর অপেক্ষায় অন্যরা

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার ইঙ্গিতপ্রতাপ সিং জানিয়েছেন, পেশায় আইনজীবী কিট্টি (৬৮)-কে খুনের অভিযোগে রাজু লক্ষ্মণ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ২৪ বছরের ওই যুবক কিট্টির বাড়িতেই ধোপার কাজ করত। পুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যে সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দু’জন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে যায় রাজু। ঘরে ঢুকে কিট্টির পরিচারিকাকে একটি ঘরে আটকে রাখে সে। এরপর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতির সময় বাধা দেওয়াতেই কিট্টিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ খুন করা হয় বলে অনুমান পুলিশের।

 

Previous articleফোনে দিল্লির ডাক পেয়েছেন শান্তনু, ফোনের কাতর অপেক্ষায় অন্যরা
Next articleস্যান্ডউইচওয়ালা থেকে ট্রাজেডি কিং… ইউসুফ থেকে দিলীপের বর্ণময় উত্থান