Wednesday, August 27, 2025

ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) ও তার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে উত্তাল রাজ্য। তারই মাঝে একে একে পুলিশের জালে ভুয়ো নীল বাতির গাড়ি নিয়ে ভুয়ো CBI আধিকারিক ও চাকরি দেওয়ার টোপ দিয়ে ভুয়ো CID ধরা পড়েছে। কিন্তু প্রতারণা ও জালিয়াতির শেষ নেই। এবার ভুয়ো DSP চারজন প্রতারককে গ্রেফতার করলো পুলিশ।

জানা গিয়েছে, হোম গার্ডে চাকরি দেওয়ার নামে ভুয়ো DSP পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠল। ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ধৃতেরা হল মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ রানা (২৪), মালদহের রবি মুর্মু (৪০), উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা শুভ্র নাগ রায় (৪৪), পশ্চিম মেদিনীপুরের পিংলার পরিতোষ বর্মণ (৫০)।

পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা বছর কুড়ির সমরেশ মাহাতোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, নাম ভাঁড়িয়ে DSP পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এমনকী জাল নিয়োগপত্র এবং খাকি টুপি ও বেল্টও দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরেই তারা মেদিনীপুর ও কলকাতার চাঁদনি চকের একটি হোটেল থেকে প্রতারণার এই কাজকর্ম করছিল।

আরও পড়ুন-বিজেপি নেতাকে নিয়ে এলাকা পরিদর্শন জাতীয় মানবাধিকার কমিশনের! তুমুল বিতর্ক গাজোলে

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ৪ জনের একজন কলকাতা পুলিশের প্রাক্তন কনস্টেবল। আগেও এই কাজের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্তকে। আজ, বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে এই চারজনকে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে পুলিশ। তাদের সঙ্গে আর কারা কারা জড়িত বা কোনও প্রভানশালীর মদতে এমন প্ররারণা চক্র চলছিল কি-না, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।

 

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version