নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলে দাবি করা সনাতন রায়চৌধুরীকে (Sanatan Raychowdhury) যতই জেরা করা হচ্ছে ততই মিলছে চাঞ্চল্যকর তথ্য। এবার তাঁর সম্পর্কে জানতে বিজেপিকে (Bjp) চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। একইসঙ্গে চিঠি পাঠানো হবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকে।
জেরায় সনাতন জানান, ভারতের প্রতিনিধি হয়ে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ব্রিকসের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। জেরায় ধৃত দাবি করেন, ২০১৩-তে ভারতের প্রতিনিধি হিসেবে টোকিওয় ইন্দো-জাপান বিজনেস সামিটেও অংশ নিয়েছিলেন। এছাড়াও আরও বেশ কিছু দেশে তিনি ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন সনাতন। কোন কোন দেশে গিয়েছিলেন তিনি, পাসপোর্ট খতিয়ে দেখে, তারই সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা। এই তথ্য পাওয়ার পরেই স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন-মধ্যরাতে নিজের বাসভবনে খুন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজে
পুলিশ সূত্রে খবর, সনাতনের দুটো ইমেল আইডি থেকেও প্রচুর তথ্য মিলেছে। কেন্দ্র ও রাজ্যের একাধিক সরকারি এজেন্সির সঙ্গে ইমেলে যোগাযোগ রাখতেন সনাতন। সেইসব নথি পরীক্ষা করা হচ্ছে। আদালতেও সেই তথ্য জমা দেওয়া হয়েছে।