Monday, August 25, 2025

সনাতনকাণ্ডে এবার বিজেপিকে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ, চিঠি যাবে কেন্দ্রীয় মন্ত্রকেও

Date:

নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলে দাবি করা সনাতন রায়চৌধুরীকে (Sanatan Raychowdhury) যতই জেরা করা হচ্ছে ততই মিলছে চাঞ্চল্যকর তথ্য। এবার তাঁর সম্পর্কে জানতে বিজেপিকে (Bjp) চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। একইসঙ্গে চিঠি পাঠানো হবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকে।

রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের (Cbi) কৌঁসুলি পরিচয়ে গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেনস এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন সনাতন রায়চৌধুরী। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারী অফিসারদের। তাঁর কাছে ২০১৪ সালের বিজেপির প্রাথমিক সদস্য পদের রসিদ পাওয়া যায়।প্রতারণার কাজে দলের কারও সঙ্গে যোগাযোগ ছিল কি না সেই বিষয়ের কিনারা করতেই এবার বিজেপিকে চিঠি দেবে কলকাতা পুলিশ।

জেরায় সনাতন জানান, ভারতের প্রতিনিধি হয়ে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ব্রিকসের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। জেরায় ধৃত দাবি করেন, ২০১৩-তে ভারতের প্রতিনিধি হিসেবে টোকিওয় ইন্দো-জাপান বিজনেস সামিটেও অংশ নিয়েছিলেন। এছাড়াও আরও বেশ কিছু দেশে তিনি ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন সনাতন। কোন কোন দেশে গিয়েছিলেন তিনি, পাসপোর্ট খতিয়ে দেখে, তারই সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা। এই তথ্য পাওয়ার পরেই স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-মধ্যরাতে নিজের বাসভবনে খুন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজে

পুলিশ সূত্রে খবর, সনাতনের দুটো ইমেল আইডি থেকেও প্রচুর তথ্য মিলেছে। কেন্দ্র ও রাজ্যের একাধিক সরকারি এজেন্সির সঙ্গে ইমেলে যোগাযোগ রাখতেন সনাতন। সেইসব নথি পরীক্ষা করা হচ্ছে। আদালতেও সেই তথ্য জমা দেওয়া হয়েছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version