Thursday, December 4, 2025

নিশীথের বিরুদ্ধে 13টি ক্রিমিনাল কেস! টুইটারে বোমা ফাটালেন কুণাল 

Date:

Share post:

শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের পরে এবার তাঁর বিরুদ্ধে থাকা মামলা নিয়ে বিতর্কে জড়ালেন নিশীথ প্রামানিক (Nishith Pramanik)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) কটাক্ষ করে তিনি লেখেন

“অপূর্ব! নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে 13 টি ক্রিমিনাল কেস রয়েছে। যার মধ্যে খুন, খুনের চেষ্টা, চুরি, শ্লীলতাহানি, প্রতারণা, বেআইনি অস্ত্র রাখা এইসব অভিযোগে আইপিসি-র 302, 307, 304, 324, 326, 327, 379, 380, 353, 354, 332, 406, 420, 411, 427, 447, 448, 457, 461, 506, 147, 148/149/ 186/ 188/ 120B এবং অস্ত্র আইনের 25(1)(A)/35 ধারায় মামলা রয়েছে।”

কুণালের এই তথ্য থেকেই স্পষ্ট একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগ্যতা সম্পর্কে কী ইঙ্গিত করতে চেয়েছেন তিনি। কোচবিহার থেকে সাংসদ হওয়ার পরে বিধানসভা নির্বাচন দাঁড়িয়েছিলেন নিশীথ। জয় পাওয়া সত্বেও বিধায়ক হিসেবে শপথ নেননি। সংসদ হিসেবেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। এরপর উত্তর থেকে তাঁকে এবং জন বার্লাকে নতুন মন্ত্রিসভায় স্থান দিয়েছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তাঁদের মাধ্যমেই রাজ্য সরকারকে ক্রমাগত উত্যক্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

নিশীথ প্রামাণিক শপথ নেওয়ার পরেই দু’জায়গায় তাঁর দু রকম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকার বিষয় নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। যাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনি অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে- কী করে তাঁকে মোদি সরকার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় অন্তর্ভুক্ত করল? কুণাল ঘোষের পোস্ট থেকে সে প্রশ্নই উঠে আসছে। যার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ রয়েছে তিনি কি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন? এখন তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শিক্ষাগত যোগ্যতা এবং মামলা এই দুই বিষয় নিয়েই আগামী দিনেও দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে বলেই ধারণা।

 

 

 

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...