Wednesday, December 24, 2025

নিশীথের বিরুদ্ধে 13টি ক্রিমিনাল কেস! টুইটারে বোমা ফাটালেন কুণাল 

Date:

Share post:

শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের পরে এবার তাঁর বিরুদ্ধে থাকা মামলা নিয়ে বিতর্কে জড়ালেন নিশীথ প্রামানিক (Nishith Pramanik)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) কটাক্ষ করে তিনি লেখেন

“অপূর্ব! নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে 13 টি ক্রিমিনাল কেস রয়েছে। যার মধ্যে খুন, খুনের চেষ্টা, চুরি, শ্লীলতাহানি, প্রতারণা, বেআইনি অস্ত্র রাখা এইসব অভিযোগে আইপিসি-র 302, 307, 304, 324, 326, 327, 379, 380, 353, 354, 332, 406, 420, 411, 427, 447, 448, 457, 461, 506, 147, 148/149/ 186/ 188/ 120B এবং অস্ত্র আইনের 25(1)(A)/35 ধারায় মামলা রয়েছে।”

কুণালের এই তথ্য থেকেই স্পষ্ট একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগ্যতা সম্পর্কে কী ইঙ্গিত করতে চেয়েছেন তিনি। কোচবিহার থেকে সাংসদ হওয়ার পরে বিধানসভা নির্বাচন দাঁড়িয়েছিলেন নিশীথ। জয় পাওয়া সত্বেও বিধায়ক হিসেবে শপথ নেননি। সংসদ হিসেবেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। এরপর উত্তর থেকে তাঁকে এবং জন বার্লাকে নতুন মন্ত্রিসভায় স্থান দিয়েছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তাঁদের মাধ্যমেই রাজ্য সরকারকে ক্রমাগত উত্যক্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

নিশীথ প্রামাণিক শপথ নেওয়ার পরেই দু’জায়গায় তাঁর দু রকম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকার বিষয় নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। যাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনি অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে- কী করে তাঁকে মোদি সরকার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় অন্তর্ভুক্ত করল? কুণাল ঘোষের পোস্ট থেকে সে প্রশ্নই উঠে আসছে। যার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ রয়েছে তিনি কি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন? এখন তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শিক্ষাগত যোগ্যতা এবং মামলা এই দুই বিষয় নিয়েই আগামী দিনেও দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে বলেই ধারণা।

 

 

 

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...