প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় জায়গা দিয়ে ত্রিপুরাকে সামাল দেওয়ার চেষ্টা মোদির

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পর ত্রিপুরাতে পদ্ম শিবিরের নীচুতলাতেও লেগেছে কমবেশি ভাঙন। ফলে ত্রিপুরায় পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে সেখানে ময়দানে নামাতে হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে । এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে বিজেপির ভাঙন ঠেকাতে অস্তিনের তাস খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণে ত্রিপুরাবাসীকে বড়ো উপহার দিলেন তিনি।
ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক জায়গা পেয়ে গেলেন মোদির মন্ত্রিসভায়।

১৯৯১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। সেই থেকেই সক্রিয় সদস্য ছিলেন বিজেপির। ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে রয়েছে প্রতিমা ভৌমিকের মতো লড়াকু নেত্রীর অবদান অনস্বীকার্য। সাংসদ প্রতিমা ভৌমিক বিজেপির কর্মী সমর্থক এবং ত্রিপুরাবাসীর কাছে ‘দিদি’ বলেই পরিচিত।
ত্রিপুরায় বিধানসভা ভোটও রয়েছে সামনে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমা ভৌমিককে এনে চমক দিতে চাইছেন নরেন্দ্র মোদি, এমনটাই মত রাজনৈতিক মহলের। এবারে সেই প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় এনে বিজেপি মূলত ত্রিপুরা রাজ্যে বিজেপির ভাঙন সামাল দেওয়ার যেমন চেষ্টা করলো, তেমনি ত্রিপুরার উন্নয়নের বার্তা দেওয়ারও একটা প্রচেষ্টা চালালো বলে মনে করছেন রাজনৈতিক মহল।

 

Previous articleবিরল দৃশ্য! অগ্ন্যুৎপাতে বেরিয়ে এল পাহাড়প্রমাণ কাদার তাল
Next articleB.A কমিটির বৈঠক বয়কট করতে চলেছে BJP