Thursday, August 28, 2025

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।  বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। গত মাস থেকেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে।

শিল্পীর সুস্থতার কথা জানিয়ে একটি ছবি পোস্ট করেন তাঁর ছেলে, বিভান। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে  নাসিরুদ্দিন শাহ ও তাঁর স্ত্রী রত্না পাঠকের একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে বাড়ির শোবার ঘরে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠককে। ছবির ক্যাপশানে বিভান লিখেছেন, “উনি আজ সকালে সবেমাত্র বাড়ি ফিরেছেন।”

নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতার ফুসফুসে সংক্রমন ধরা পড়ে। তাই ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় তাঁর পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতার স্ত্রী জানান, ‘উনি ভালো আছেন,শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।’

তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ। ভারত সরকারের কাছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘মি রক্সম’ এবং ‘বন্দিশ ব্যান্ডিট’-এ দেখা মিলেছে এই প্রবীণ অভিনেতার। তাঁর অভিনীত ‘মাসুম’, ‘সরফরোশ’, ‘ইকবাল’, ‘অ্যা ওয়েটনাস্টডে’, ‘মনসুন ওয়েডিং’ এবং ‘মকবুল’-এর মতো ছবিতে  নাসিরউদ্দিন শাহ-র অভিনয় সত্যিই প্রশংসনীয়।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version