Monday, August 25, 2025

কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতার বদলে অভিযুক্ত বিজেপি নেতাদের বাড়িতে এনএইচআরসির প্রতিনিধিরা!

Date:

মালদহের পরে কোচবিহার- বেছে বেছে বিজেপি (Bjp) নেতা-কর্মীদের বাড়িতে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা (National Human Rights Commission)। আক্রান্ত হলেও বাদ থাকল তৃণমূল (Tmc) নেতার বাড়ি। শুধু তাই নয়, যেসব বিজেপি নেতা অভিযুক্ত তাঁদের বাড়িতে পরিদর্শন করলেন এনএইচআরসি-র (Nhrc) প্রতিনিধিরা। দিনহাটায় (Dinhata) ভোট-পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় বিজেপি নেতা ধনঞ্জয় দেবনাথ ও বাবুপাড়া এলাকার বিজেপি নেতা অজয় রায়ের (Ajay Ray) বাড়ি ও জমি পরিদর্শন করার পাশাপাশি পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে তারা।

দুই সদস্য প্রথমে পাওয়ার হাউজ মোড়ে ধনঞ্জয় দেবনাথের (Dhanajay Dednath) বাড়ি পরিদর্শন করেন এবং ধনঞ্জয় দেবনাথের স্ত্রীর সঙ্গে কথা বলেন। সেখান থেকে ধনঞ্জয় দেবনাথের দোকান ও পার্শ্ববর্তী বয়েজ ক্লাবের জমি পরিদর্শন করেন। সেখান থেকে সরাসরি সরাসরি চলে যান দিনহাটা শহরের 2 নং ওয়ার্ডে বাবুপাড়া এলাকায়। সেখানে বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন। এরপরে অজয়ের নবনির্মিত বাড়ি পরিদর্শন করে সরাসরি বোর্ডিং পাড়া এলাকায় অজয় রায়ের দখল হয়ে যাওয়া জমি পরিদর্শন করেন। এই দুই জায়গা পরিদর্শনের পর তারা সরাসরি কোচবিহার চলে যান। অথচ 6 মে দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহর উপর হামলার অভিযোগ ওঠে এই বিজেপি নেতা অজয় রায় ও ধনঞ্জয় দেবনাথের বিরুদ্ধে। সেই ঘটনায় এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। আর এবার সেই দুই বিজেপি নেতার বাড়ি পরিদর্শন করলেও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ঢিলছোড়া দূরত্বে উদয়ন গুহর বাড়িতে গেলই না।

তৃণমূলের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শন করলেও আক্রান্ত তৃণমূল নেতা উদয়ন গুহর (Udayan Guha) সঙ্গে দেখা করল না। তিনিও বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছেন। তাহলে কেন তাঁর সঙ্গে দেখা করলেন না প্রতিনিধিদলের সদস্যরা? সেই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃত্ব।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version