Saturday, May 3, 2025

উচ্চ প্রাথমিকে (upper primary interview list) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (school service Commission) । গতকাল অর্থাৎ বুধবারই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী , বৃহস্পতিবার দুপুর ১২টা থেকেই স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে (website of SSC) নম্বর সহ ইন্টারভিউ তালিকা দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা।

নানা আইনি জটিলতায় গত সাত বছরেরও বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। একাধিকবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ হয়েছে। কখনো মেধাতালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ এবং তারপর মেধাতালিকা বাতিল করেছে হাইকোর্ট। আবার কখনো ইন্টারভিউ লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন। শুধু তাই নয় গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট ইন্টারভিউ লিস্ট প্রকাশের পরপরই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা সচিবকে দেন। জানা গিয়েছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়ার কাজ শেষ করতে হবে। পাশাপাশি কমিশন প্রথম সিদ্ধান্ত নিয়েছিল ইন্টারভিউ তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই অফলাইনে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গেছে। যদিও রাজ্যে ইতিমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার ইন্টারভিউ তালিকা প্রকাশের পর হাইকোর্টের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করবে কমিশন । স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version