Friday, November 14, 2025

স্পিকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমার

Date:

বিরোধী দলনেতা হয়ে এই প্রথম বার স্বাধিকার ভঙ্গের নোটিশ পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করায় তাঁকে এই নোটিশ পাঠালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। যদিও বিধানসভায় সেই নোটিশ দেওয়া হলেও এই নিয়ে এখনও মন্তব্য শুভেন্দু করেননি।

তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় তৃণমূল (TMC) আসার পর এই প্রথম বিধানসভা (Assembly) অধিবেশন চলছে।প্রথম বিধানসভা অধিবেশনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তিনি সর্বদলীয় বৈঠক কিংবা বিএ কমিটির বৈঠকে হাজির ছিলেন না। রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলাকালীন বিরোধী দলনেতার কিছু মন্তব্য ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে চিহ্নিত করে বিধানসভা অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী ওয়াকআউট করেন। তাতে ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে স্পিকার শাসকদলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তোলেন। আর তা আইনসভার দায়িত্বপ্রাপ্ত হিসেবে একজন অধ্যক্ষের পক্ষে যথেষ্ট অবমাননাকর বলে মনে করছে তৃণমূল।

স্পিকারের উদ্দেশে এই মন্তব্যের জন্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। তা ইতিমধ্যেই প্রিভিলেজ কমিটির কাছেও পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের জন্য কোনো বিধায়কের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস নতুন কিছু নয়। তবে বিরোধী দলনেতা হয়েই শুভেন্দুর এই নোটিশ পাওয়ার ঘটনা বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় জায়গা দিয়ে ত্রিপুরাকে সামাল দেওয়ার চেষ্টা মোদির

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version